leadT1ad

ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত শেখ হাসিনাই নেবেন: জয়শঙ্কর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫৩
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সংগৃহীত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন, সে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এইচটি লিডারশিপ সামিটের ফাঁকে ভারতের এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়াল প্রশ্ন রাখেন, শেখ হাসিনা যতদিন ইচ্ছা, ততদিন ভারতে থাকতে পারবেন কিনা? জবাবে জয়শঙ্কর বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে তিনি (শেখ হাসিনা) ভারতে এসেছেন। ওই পরিস্থিতি তাঁর ভবিষ্যতের ওপর বড় প্রভাব রাখবে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে তাঁকেই মনস্থির করতে হবে। ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।’

ঢাকা-দিল্লি সম্পর্ক ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীতে বাংলাদেশে নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে মানুষের ক্ষোভ ছিল। যদি নির্বাচনই মূল সমস্যা হয়ে থাকে, তবে এখন প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।

দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মঙ্গল চায় ভারত। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সব সময় চায় জনগণের মতামতের প্রতিফলন ঘটুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা দুদেশের সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখবে। এতে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এরপর থেকে পালিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন।

Ad 300x250

সম্পর্কিত