leadT1ad

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২২
তারেক রহমান। সংগৃহীত ছবি

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি এ উৎসব ঘিরে নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় এ শুভেচ্ছা জানান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যাঁর যাঁর ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করছে, করবে। এটিই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।’

নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যেন কোনোরকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।’

হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান আরও বলেন, ‘দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব, আনন্দ উদযাপন করুন। সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’

বাংলাদেশের সংবিধানে সকল মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সুতরাং, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে এটিই স্বাভাবিক।’

Ad 300x250

সম্পর্কিত