ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪টি জেলার পুলিশ সুপারদের (এসপি) পুনর্বিন্যাস করেছে সরকার। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর বলে জানিয়েছে।
প্রজ্ঞাপনে অনুসারে, অন্তত ৪৪ জন বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন করে ২০ জন জেলায় এসপির দায়িত্ব পেয়েছে। তাদের মধ্যে গোপালগঞ্জে মো. হাবীবুল্লাহ, আগে তিনি ঢাকায় পুলিশ সদরের এসপি ছিলেন। ফেনীতে শফিকুল ইসলাম, আগে তিনি ডিএমপির ডিসি (পুলিশ অধিদপ্তরে এআইজি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) ছিলেন।
চাঁদপুরে এসপি হয়েছেন রবিউল হাসান। আগে তিনি গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় শাহ মো. আব্দুর রউফ, আগে তিনি ডিএমপির ডিসি ছিলেন। বান্দরবানে আবদুর রহমান, আগে তিনি পিবিআইয়ের এসপি ছিলেন।
লক্ষ্মীপুরে এসপি হয়েছেন আবু তারেক। তিনি আগে সিআইডির এসপির দায়িত্বে ছিলেন। বগুড়ায় এসপি পদে নতুন মুখ শাহাদাত হোসেন আগে পিবিআইয়ে একই দায়িত্বে ছিলেন। ঝিনাইদহে এসপি হয়েছেন বগুড়ায় ৪ এপিবিএনের এসপি মাহফুজ আফজাল। একইভাবে পটুয়াখালীতে দায়িত্ব পেয়েছেন পিবিআইয়ের এসপি আবু ইউসুফ।
বরগুনায় এসপি হয়েছেন কুদরত ই খুদা। আগে তিনি পিবিআইয়ে একই দায়িত্বে ছিলেন। সুনামগঞ্জেও নতুন মুখ এসেছে পিবিআইয়ের এসপি আবু বসার মোহাম্মদ জাকির হোসেন। বগুড়ার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি বেলাল হোসেন ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পেয়েছেন। গাইবান্ধার এসপি হয়েছেন এসপিবিএনে একই দায়িত্বে থাকা জসিম উদ্দীন। আর ডিএমপির ডিসি খন্দকার ফজলে রাব্বিকে কুড়িগ্রামের এসপি করা হয়েছে।
এছাড়া দিনাজপুরের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মিজানুর রহমানকে ঢাকা, গাইবান্ধার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত সারওয়ার আলমকে মানিকগঞ্জে, পাবনার এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এ এন এম সাজেদুর রহমানকে কক্সবাজার, হবিগঞ্জের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত গৌতম কুমার বিশ্বাসকে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারীর এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার, ফরিদপুরের এসপি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মারুফাত হুসাইনকে রংপুরে পদায়ন করা হয়েছে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। সে সময় প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, লটারি করার আগে ২৫ ও ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে ৬৪ জেলার কর্মরত এসপিদের নিয়ে তালিকা করা হয়। তাদের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনুগত নয়; কর্মজীবনে সততা, সুনাম, দক্ষতা, যোগ্যতা ও নিরপেক্ষতা রয়েছে– এমন কর্মকর্তাদের নিয়ে তালিকা করা হয়। পরে তাদের মধ্য থেকে লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়।
আজ কৃষি মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জেলার আয়তন নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে তিনটি ক্যাটাগরিতে জেলা নির্ধারণ করা হয়েছে। এরপর লটারি করা হয়েছে। মেধাবী কেউ বঞ্চিত হননি। নির্বাচনের আগে লটারির মাধ্যমেই বিভিন্ন থানার ওসি পদে রদবদল করা হবে বলেও জানান তিনি।