leadT1ad

খাগড়াছড়ির ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ বলার পর সমালোচনার মুখে দুঃখপ্রকাশ হান্নান মাসউদের

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২২
হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে শুরু হওয়া বিক্ষোভ, সহিংসতা ও গুলিতে তিনজন নিহত হওয়ার পর পুরো জেলায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের এক মন্তব্য ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

তিনি প্রথমে ধর্ষণের ঘটনাটি ‘ভুয়া’ এবং এ অভিযোগকে কেন্দ্র করে ভারত পাহাড় অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেন। পরে সমালোচনার মুখে ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রথমে রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার চানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে আয়োজিত এক সমাবেশে হান্নান মাসউদ বলেন, ‘বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে। ভারত শেষ ট্রাম্প কার্ড খেলছে। একটি “ভুয়া ধর্ষণের” ঘটনার মধ্য দিয়ে পাহাড়ি ও বাঙালিদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা আমাদের এক ইঞ্চি মাটিও ছাড়ব না। ১৯৭১ সালে যেমন পাকিস্তানের মোকাবিলা করেছি, ২০২৫ সালে ভারতের মোকাবিলাও করব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য নিয়ে পক্ষে-বিপক্ষে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। পরে আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে হান্নান মাসউদ তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রথম দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে “ভুয়া ধর্ষণ” শব্দটি ব্যবহার করে ফেলি যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন।

দুঃখপ্রকাশ করে হান্নান মাসউদের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত
দুঃখপ্রকাশ করে হান্নান মাসউদের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট। ছবি: সংগৃহীত

পাহাড় ও সমতলের বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান থাকবে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐকবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইনশৃঙ্খলা বাহিনি ও সরকারের প্রতি আহ্বান জানাই।’

এদিকে, হান্নান মাসউদের দুঃখপ্রকাশ করে পোস্ট দেওয়ার পরও দলের অভ্যন্তরে বিরোধ দেখা দিয়েছে। তার বক্তব্য এবং এনসিপির ‘নীরব বা সীমিত’ প্রতিক্রিয়ার প্রতিবাদে আজ দুপুরে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ দল থেকে পদত্যাগ করেন।

অলিক মৃ গণমাধ্যমকে জানিয়েছেন, খাগড়াছড়ি জেলা ইউনিটের মিডিয়া বিবৃতিতে ধর্ষণের প্রসঙ্গ উপেক্ষিত রেখে কেবল সেনাবাহিনীর গাড়ি ভাঙচুরের বিষয়টি তুলে ধরা হয়েছে; এ বিষয়ে তিনি দলীয় ভেতরে প্রশ্ন তুললেও কোনো সন্তোষজনক উত্তর পাননি। অবশেষে হান্নান মাসউদের বক্তব্যকে মিথ্যা ও অগ্রহণযোগ্য হিসেবে তুলে তিনি পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। এক পর্যায়ে রোববার সংঘর্ষে তিন পাহাড়ি নিহত হন। এ সংঘর্ষের ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সদস্য এবং গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন।

Ad 300x250

সম্পর্কিত