leadT1ad

প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে আহত ২

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজার প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে ফায়ার সার্ভিসের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মোহাম্মদ আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)। অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

তাঁদের দুজনকে নিয়ে আসা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘আহত দু’জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার। প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে পানির লাইনের সংযোগ দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শক লেগে গুরুতর অসুস্থ হন। পরে আমরা তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুজনকে ভর্তি দেওয়া হয়। বর্তমানে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বৈদ্যুতিক শক লেগে অসুস্থ হন। তাঁদের ঢাকা মেডিকেলে আনা হলে নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Ad 300x250

সম্পর্কিত