leadT1ad

তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ২৩: ৪১
তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংগৃহীত ছবি

তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সময় দুজনকে আটক করেছে রেলওয়ে থানা-পুলিশ। আজ বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোরশেদ (৪০) ও জাকির (২৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ রেললাইনে আগুনের কথা জানালেও পরে তারা একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগানোর কথা বলেছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন। তিনি জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে গেছে। এ সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত