leadT1ad

শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর এঙ্গেজমেন্ট জরুরি: সামান্তা শারমিন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বিডিএসএফ আয়োজিত রাজনৈতিক বক্তৃতামালার তৃতীয় পর্বে বক্তব্য রাখছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। স্ট্রিম ছবি

জনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম এঙ্গেজমেন্ট থাকা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক বক্তৃতামালায় তিনি এ মন্তব্য করেন।

ঢাবির আর সি মজুমদার মিলনায়তনে এ বক্তৃতামালার আয়োজন করে বাংলাদেশ স্টাডি ফোরাম (বিডিএসএফ)। এই আয়োজনে সহযোগী হিসেবে ছিল প্রকাশনা সংস্থা ঐতিহ্য।

অনুষ্ঠানে সামান্তা শারমিন বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরি, কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং প্রতিরক্ষা— এগুলো খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয়ে আসলে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা মিনিমাম এঙ্গেজমেন্ট লাগবে। আমরা যদি দলীয় স্বার্থ বা সংকীর্ণতার জায়গা থেকে এটা দেখি, তাহলে আমরা এটা সমাধান করতে পারব না।’

রাজনৈতিক দলগুলোকে সহযোগিতাপূর্ণ মনোভাব তৈরির আহ্বান জানিয়ে সামান্তা বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে আমরা যে পরিস্থিতিতে আছি, যদি একটা কো-অপারেটিভ সিস্টেমে আমরা প্রবেশ না করি, তাহলে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল বলে আমার কাছে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।’

দেশে কোটি মানুষের নির্দিষ্ট আয় নেই: মান্না

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দাবি করেন, ‘দেশের ৬ কোটি মানুষের নির্দিষ্ট কোনো আয় নেই। সরকারকে এই মানুষগুলোর নির্দিষ্ট আয়ের ব্যবস্থা করে দিতে হবে। তাঁদের উন্নয়ন করা দরকার। এই উন্নয়নমূলক রাজনীতিটাই এখন বাংলাদেশে দরকার। সবগুলো সমস্যা এক একটি করে সমাধান করা দরকার।’

এই জনগোষ্ঠী চিকিৎসকের ফি দিতে বা ঔষধ কিনতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এদের বঞ্চিত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলেও মত তাঁর।

মান্না আরও বলেন, ‘আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ভালো ও সুষ্ঠু ভোট হোক। যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হোক।’

আরও দুটি সংস্কার কমিশন দরকার ছিল: রতন

বক্তৃতামালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিদ্যমান সংস্কার কমিশনগুলোর পাশাপাশি আরও দুইটি কমিশন হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। রতন বলেন, ‘আরও দুইটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিটি করা উচিত ছিল। একটা ছিল শিক্ষা, ছাত্র—শিক্ষা ব্যবস্থা। আরেকটা সংস্কার কমিটি হওয়া উচিত ছিল, আমাদের অধিকাংশেরই পরিচয় হচ্ছে আমরা কৃষকের সন্তান, সুতরাং কৃষি, কৃষি ব্যবস্থা, কৃষি বিপণন নিয়ে একটা সংস্কার কমিটি হওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই।’

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম, বিডিএসএফের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আলাউদ্দিনসহ অনেকে।

Ad 300x250

সম্পর্কিত