leadT1ad

দলীয় প্রতীকে নির্বাচন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২২: ৫৬
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীকে নির্বাচন করার বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তবে রিট আবেদনকারীর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে এই রুল জারির বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আইনজীবীরা।

আজ সোমবার (১ ডিসেম্বর) হাইকোর্টে এ-সংক্রান্ত এক রিটের শুনানিতে আদালত এই রুল জারি করেন। শুনানিতে এনসিপির পক্ষে অংশ নেন দলটির আইনবিষয়ক সম্পাদক আইনজীবী জহিরুল ইসলাম মুসা, ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আজমল হোসেন বাচ্চু, যুগ্ম সদস্যসচিব নাজমুস সাকিব ও মুখ্য সংগঠক শাকিল আহমদ।

শুনানিতে এনসিপির আইনজীবীরা অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের দুরভিসন্ধি থেকে এই রিট করা হয়েছে। এর পেছনে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার মতলব রয়েছে বলেও তারা দাবি করেন।

এনসিপির পক্ষ থেকে আদালতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে সংস্কার কার্যক্রম ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে, তাকে বাধাগ্রস্ত করতেই একটি পক্ষ তৎপর। এই রুল জারি জনগণের কাছে একটি নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে।

এদিকে আইন চ্যালেঞ্জ করে রিট করা হলেও শুনানিতে রাষ্ট্রপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। দলটির আইনজীবীরা বলেন, ১ নম্বর বিবাদী আইন মন্ত্রণালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুনানিতে কোনো বক্তব্য উপস্থাপন করেনি, যা রহস্যজনক।

Ad 300x250

সম্পর্কিত