leadT1ad

অর্থ উপদেষ্টার নামে ভুয়া ভিডিও, প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৬: ৩১
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

একটি স্বার্থান্বেষী মহল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

আজ রোববার (১৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুয়া ভিডিওতে ব্যবহৃত বক্তব্য ও তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় বা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহলটি নিজেদের বিজ্ঞাপন বা প্রচারের কাজে অর্থ উপদেষ্টার ছবি ও ভিডিও ব্যবহার করছে, যা সম্পূর্ণ মিথ্যা। ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভয়েস তৈরি করা হয়েছে ও ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি জুড়ে দেওয়া হয়েছে। এ ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট জনমনে ভুল ধারণা সৃষ্টি করছে এবং অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ করছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইতোমধ্যে ভিডিওটি অপসারণ ও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

জনসাধারণকে এ ধরনের ভুয়া ভিডিও বা খবরে বিভ্রান্ত না হয়ে সেগুলো এড়িয়ে চলার ও কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত