leadT1ad

শ্রীলঙ্কায় জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪৬
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ও বন্যায় বিপর্যস্ত শ্রীলঙ্কার জনগণের জন্য জরুরি ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। আবহাওয়া অনুকূল থাকলে আগামী বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর দুটি বিশেষ বিমানে এই মানবিক সহায়তা কলম্বো পাঠানো হবে।

সোমবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’র প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৫৫ জন নিহত ও অন্তত ৩৬৬ জন নিখোঁজ রয়েছেন। ২০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ২ লাখ ১০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সরকার।

এই সহায়তা কার্যক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগ সমন্বয় করছে। এছাড়া বিজিএমইএ ও এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডও এই ত্রাণ তৎপরতায় যুক্ত রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত