leadT1ad

গাজীপুর-৬ আসন বহাল রাখার দাবিতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৩: ৫২
গাজীপুরে সড়ক অবরোধ। স্ট্রিম ছবি

গাজীপুর-৬ আসন পূর্ণাঙ্গভাবে বহাল রাখার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয় লোকজন। এতে সকাল থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় ‘গাজীপুর-৬ আসন বহাল থাকুক, নাগরিকরা পাক ন্যায্য সেবা’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর-৬ আসনের কয়েকশো মানুষ সড়কে নেমে আসেন। বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন, ফলে উভয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শত শত মানুষ হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে টঙ্গী কলেজগেট এলাকায় অবস্থান নেন। তারা গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ‘গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে’ স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মূলত এই আসনে যাঁরা বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাঁদের সমর্থকরাই বিক্ষোভ করছেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ জানান, সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে, জানান, পুলিশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৩০ জুলাই তিনশ’ আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করে ইসি। যেখানে ৩৯টি আসনে ছোটখাটো পরিবর্তন ছাড়াও ভোটার ও জনসংখ্যার সামঞ্জস্য আনতে বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি এবং গাজীপুরে একটি বাড়িয়ে ছয়টি নির্ধারণ করা হয়। এরপর দাবি-আপত্তির শুনানি শেষে ৪ সেপ্টেম্বর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করে। সেখানেও বাগেরহাটে তিনটি এবং গাজীপুরে ছয়টি আসন করার আগের সিদ্ধান্ত বহাল রাখা হয়। এছাড়া ১৪টি আসনে ৪২টি আসনে পরিবর্তন আনা হয়।

তবে গত সোমবার (১০ নভেম্বর) পৃথক দুটি রিট আবেদনের শুনানি করে বাগেরহাট ও গাজীপুরের আসন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। একইসঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দেন আদালত।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত