leadT1ad

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে শিশুসহ দুজনের মৃত্যু, আহত ৬

স্ট্রিম সংবাদদাতাচট্টগ্রাম
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১১
চট্টগ্রামে জশনে জুলুসের আয়োজন। সংগৃহীত ছবি

চট্টগ্রামে জশনে জুলুসে অসুস্থ হয়ে পড়া ৫৫ বছর বয়সী এক ব্যক্তি ও ১৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরের মুরাদপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচন্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে সড়কে পড়ে গেলে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ১৩ বছর বয়সী আরও একজন শিশুকে হাসপাতালে ভর্তি করা হলে তারও মৃত্যু হয়েছে।

এদিকে আহত মো. মাহফুজসহ (৩৫) ছয় জনকে আহত অবস্থায় চমেক হাসপাতাল ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। অন্যদের দুই নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত মাহফুজ নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার মৃত শামসুল হকের ছেলে। আহত অন্যদের পরিচয় মেলেনি।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, জশনে জুলুসে পদদলিত হয়ে অথবা অসুস্থ হয়ে দুজনের মৃত্য হয়েছে। তাদের কারোরই পরিচয় মেলেনি। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে পরিবারকে খবর দেওয়ার চেষ্টা চলছে। হাসপাতালে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবকরা রয়েছেন। তিনি আরও জানান, পদদলিত হয়ে অসুস্থ হওয়ার পর তারা মারা গেছেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন স্ট্রিমকে জানান, জশনে জুলুসে মানুষের ভিড়ে পদদলিত হয়ে আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৩ বছরের শিশু ও ৫৫ বছর বয়সী একজন মারা গেছেন। একজনকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। আরও পাঁচজন ভর্তি আছেন।

Ad 300x250

সম্পর্কিত