leadT1ad

দুবাইতে লটারিতে ২৮ লাখ টাকা জিতলেন বাংলাদেশি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৯: ৪৩
বিগ টিকিট জয়ী প্রবাসী বাংলাদেশি আলিম উদ্দিন (মাঝে)। ছবি: সংগৃহীত

আলিম উদ্দিন সনজা মিয়া ১৫ বছর ধরে দুবাইতে আছেন। গত ১৫ বছর ধরে বিরতিহীনভাবে তিনি সেখানে পণ্য ওঠা-নামার কাজ করছেন। তবে সেই ক্লান্তিহীন কাজে এবার হয়তো একটু বিরতি নিতে পারবেন তিনি। কারণ দুবাইয়ের বিগ টিকিট লটারিতে বিগ উইন প্রতিযোগিতায় তিনি ৮৫ হাজার দিরহাম জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় (আজকের মুদ্রা বিনিময় হারে) যা ২৮ লাখ ২১ হাজার টাকার উপরের।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৫ বছর বয়সী প্রবাসী আলিম উদ্দিন ১০ বন্ধুর সঙ্গে মিলে টিকিট কিনেছিলেন। এখন পুরস্কারের অর্থও সবাই ভাগ করে নেবেন।

আলিম জানান, এক বছর আগে তারা আবুধাবি বিমানবন্দরে বিগ টিকিটের প্রচারনা দেখতে পান। এর পর থেকে প্রতিমাসে বন্ধুরা মিলে টাকা তুলে টিকিট কেনেন। শেষ পর্যন্ত তাঁদের লটারি কাজে লাগল।

ড্রতে ৮৫ হাজার দিরহাম জেতার পর হাস্যোজ্জ্বল আলিম বলেন, বিগ টিকিট অফিস ভ্রমণ এবং ড্রতে অংশগ্রহণ ছিল এক অকল্পনীয় অভিজ্ঞতা।

তিনি বলেন, এই জয়ে আমি খুবই খুশি। এটি শুধু আমার না, আমার বন্ধুদেরও। আমরা ১০ জনে মিলে এই টাকা ভাগ করে নেব। সবারই এতে অংশ আছে।

গ্রুপের প্রত্যেকে পুরস্কারের সমান অর্থ পাবে। আলিম এও জানান তাঁরা এখানেই থেমে থাকবেন না, সামনেও টিকিট কিনবেন।

আলিম বলেন, পুরস্কারের অর্থ আমরা ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছি এবং একসঙ্গে বিগ টিকিটের এ লটারিতে অংশ নিতে থাকব।

Ad 300x250

সম্পর্কিত