leadT1ad

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২০: ৫৩
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কো গেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে তিনি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারপোলের সদস্যভুক্ত বিশ্বের ১৯৬টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী এ সম্মেলন আগামীকাল ২৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হবে। আইজিপি এই সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আইজিপি বিভিন্ন দেশের পুলিশ প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ সময় তিনি তথ্য আদান–প্রদান, যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় করবেন।

এবারের সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, সংঘবদ্ধ অপরাধ ও সীমান্তপারের অপরাধ দমনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হবে।

ইন্টারপোলের এই বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সম্মেলন শেষে আগামী ৩০ নভেম্বর আইজিপি দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত