leadT1ad

ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাস মারা গেছেন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

স্বর্ণময়ী বিশ্বাস। ফাইল ছবি

অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিমের গ্রাফিক্স ডিজাইনার স্বর্ণময়ী বিশ্বাস (২৮) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

স্বর্ণময়ীর পারিবারিক সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আগামীকাল রোববার ঝিনাইদহে তাঁর নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে।

স্বর্ণময়ী বিশ্বাস চলতি বছরের শুরুতে ঢাকা স্ট্রিমে শিক্ষানবিস গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগদান করেন। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

সহকর্মীরা জানান, স্বর্ণময়ী মেধাবী আর্টিস্ট ছিলেন। তাঁর কাজ ছিল প্রসংশনীয়। সবার সঙ্গে স্বর্ণময়ীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।

ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘স্বর্ণময়ীর মতো সহকর্মী হারানো ঢাকা স্ট্রিম পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

Ad 300x250

সম্পর্কিত