leadT1ad

শিক্ষা ক্যাডারের ১৩২ কর্মকর্তাকে বদলি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১৬: ০১
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা। সংগৃহীত ছবি

শিক্ষা ক্যাডারের ১৩২ কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৯ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পৃথক পাঁচটি প্রজ্ঞাপনে বদলির এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশ জারি হওয়া কর্মকর্তারা আগামী ২৭ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।

উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকাসহ অন্যান্য আঞ্চলিক কার্যালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডে বদলি করা হয়েছে। পাশাপাশি অধিদপ্তর থেকে সরকারি কলেজেও বদলি করা হয়েছে।

এছাড়া পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনসহ মাউশির আওতাধীন বিভিন্ন প্রকল্পেও কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

এর মধ্যে অধ্যাপক বিলকিস ইয়াছমিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক হয়েছে। অধ্যাপক একেএম মাসুদুল হক হয়েছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের সহকারী পরিচালক করা হয়েছে সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনকে, বাজেট শাখার উপসচিব হয়েছেন মো. তৈয়বুর রহমান, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালক হয়েছেন অধ্যাপক মো. ইদ্রিস আলী, এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ হয়েছেন ড. মুহাম্মাদ জাকির আলী ফারুকী।

Ad 300x250

সম্পর্কিত