স্ট্রিম প্রতিবেদক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিসিএস পরীক্ষায় দ্রুততা, স্বচ্ছতা ও সংস্কারের যে উদ্যোগ পিএসসি নিয়েছে তা ইতিবাচকভাবে দেখে এনসিপি। তবে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ন্যায্য উদ্বেগ বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করে দলটি। একটি এনসিপি আশা করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি শিক্ষার্থীবান্ধব ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে। লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয় বরং ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে।
এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা স্ট্রিমকে বলেন, ‘লিখিত পরীক্ষার্থীদের অভিযোগ হচ্ছে, পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে। তাছাড়া দুইটি বিশেষ বিসিএসের কারণে অনেকের প্রস্তুতির সময় আরও কমে গিয়েছে। এতে অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সাথে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা একটা যৌক্তিক সময়ে পরীক্ষা নিশ্চিতের দাবি জানাই যেন পরীক্ষার্থীদের প্রতি বৈষম্য না করা হয়।’
এদিকে গতকাল বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে দেড় বছর সময় দেওয়া হলেও এবর হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করছেন।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা যৌক্তিক সময়ে নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিসিএস পরীক্ষায় দ্রুততা, স্বচ্ছতা ও সংস্কারের যে উদ্যোগ পিএসসি নিয়েছে তা ইতিবাচকভাবে দেখে এনসিপি। তবে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের ন্যায্য উদ্বেগ বিবেচনায় নেওয়া জরুরি বলে মনে করে দলটি। একটি এনসিপি আশা করে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি শিক্ষার্থীবান্ধব ও যৌক্তিক সিদ্ধান্ত নেবে। লিখিত পরীক্ষাকে কেবল দুই মাসের ‘ম্যারাথন প্রতিযোগিতা’ নয় বরং ন্যায্য মেধা যাচাইয়ের প্রক্রিয়া হিসেবে নিশ্চিত করবে।
এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা স্ট্রিমকে বলেন, ‘লিখিত পরীক্ষার্থীদের অভিযোগ হচ্ছে, পরীক্ষার প্রস্তুতির জন্য স্বাভাবিক সময়ে তিন থেকে চার মাস সময় দেওয়া হলেও এবার কার্যত দুই মাস প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছে। তাছাড়া দুইটি বিশেষ বিসিএসের কারণে অনেকের প্রস্তুতির সময় আরও কমে গিয়েছে। এতে অন্যান্য বিসিএসের তুলনায় এই ব্যাচের সাথে বৈষম্য তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। আমরা একটা যৌক্তিক সময়ে পরীক্ষা নিশ্চিতের দাবি জানাই যেন পরীক্ষার্থীদের প্রতি বৈষম্য না করা হয়।’
এদিকে গতকাল বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শতাধিক পরীক্ষার্থী জড়ো হয়ে অনশন কর্মসূচি শুরু করেন। এর আগে ৯ নভেম্বর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা।
তাদের অভিযোগ, আগের বিসিএসগুলোতে লিখিত পরীক্ষার জন্য ছয় মাস থেকে দেড় বছর সময় দেওয়া হলেও এবর হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর থেকে লিখিত পরীক্ষা শুরুর সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও বৈষম্যমূলক বলে দাবি করছেন।

একটি ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৩৫ শতাংশ ভবন ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ঝুঁকি ঠেকাতে এখনই সব আবাসিক ভবনের গুণগত মান পরীক্ষা করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী।
১ ঘণ্টা আগে
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘যতদিন আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হবে না, ততদিন দেশে শান্তি-সুখ আসতে পারে না।’ এ কারণে তিনি আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। আজ শুক্রবার সেনাকুঞ্জে তাঁদের মধ্যে এ বৈঠক হয়।
২ ঘণ্টা আগে
নরসিংদীর পলাশে ভূমিকম্পের সময় মাটির দেওয়াল ধসে কাজিম আলী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে