leadT1ad

খুলে দেওয়া হয়েছে শাহজালাল বিমানবন্দরের ই-গেট: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৬: ৩০
আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা। সংগৃহীত ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। ছোটখাটো যে সমস্যা আছে, সেগুলো সমাধান করা হবে।’

তিনি বলেন, ‘দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তবে আসন্ন নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছে।’ এছাড়া সীমান্ত সমস্যা, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

এছাড়া লুট হওয়া অস্ত্র কীভাবে দ্রুত উদ্ধার করা যায়, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, গতকাল সোমবার বিএনপির প্রার্থীদের তালিকা প্রকাশের পর কয়েকটি জায়গায় ছোট-খাটো কিছু ঘটনা ঘটেছে সে বিষয়েও আলোচনা হয়েছে।

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর রিপোর্ট অনুযায়ী, গেল ১৪ মাসে ৪০টিরও বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বড় সংখ্যক মানুষ মবের শিকার হয়েছে। বিষয়টি নজরে এসেছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো বাহিনীর মাধ্যমে কিংবা সিভিলিয়ান দ্বারা যে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, প্রত্যেকটি বিষয় আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ফয়সালা করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘উসকানিমূলক বক্তব্য দেশের বাইরে থেকে বেশি আসে। দেশের ভেতরে যারা এই ধরনের কাজ করে, পুলিশ তাদের আইনের আওতায় নিয়ে আসছে। এই বক্তব্যগুলোর অনেক সময় সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের বক্তব্য সত্যি থাকে। সেজন্য সাংবাদিকদের অনুরোধ করবো উসকানিমূলক বক্তব্যগুলো সাংবাদিকরা বেশি প্রতিহত করতে পারেন, যদি আপনারা সত্য সংবাদটা দিয়ে দেন। কোনো ধরনের সন্দেহ থাকলে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

যেসব অপরাধী বিদেশে আছে, তাদের দেশে প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বড় বড় পদে থাকা, পুলিশ কমিশনারদের মতো ব্যক্তি এবং অন্যান্য অপরাধীদের যারা বিদেশে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে মিডিয়াকেও সোচ্চার হতে বলা হয়েছে। এ ব্যাপারে একটি এক্সট্রাডিসেন্ট ট্রিটি কার্যকর করার চেষ্টা চলছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত