leadT1ad

ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭: প্রেস উইং

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২: ০১
ফাইল ছবি

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু সম্প্রদায়ের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি এলাকার ডুবালিয়া পাড়ায় ঘটে যাওয়া এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে হত্যার ঘটনায় সাত ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সংস্থাটি এই সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দীপু চন্দ্র দাস স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার রবি চন্দ্র দাসের ছেলে।

ভালুকা মডেল থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল উত্তেজিত জনতা তাকে ধরে পিটুনি দেয়। পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

দীপু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad 300x250

সম্পর্কিত