leadT1ad

তদন্ত কর্মকর্তার কাছে হাসিনার বিরুদ্ধে বদরুদ্দীন উমরের জবানবন্দিই সাক্ষ্য

গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫১
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ। স্ট্রিম গ্রাফিক

গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমর তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের শুনানি করে রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়। প্রসিকিউশনের আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

গত ৭ সেপ্টেম্বর ৯৪ বছর বয়সে মারা যান বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী হিসেবে তিনি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন। ৮ সেপ্টেম্বর প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্ত কর্মকর্তার কাছে বদরুদ্দীন উমর যে জবানবন্দি দিয়েছিলেন, সেটি গ্রহণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করবে প্রসিকিউশন।

তদন্ত সংস্থার কাছে দেওয়া জবানবন্দিতে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার রাজনীতি ও রাষ্ট্র শাসন সম্পর্কে নিজের মূল্যায়ন ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বদরুদ্দীন উমর। গত ১৪ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের কাছে এই জবানবন্দি দেন সদ্য প্রয়াত বদরুদ্দীন উমর।

Ad 300x250

সম্পর্কিত