leadT1ad

মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৯: ৫০
গুগল ম্যাপে ঢাকা উদ্যান

রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বাবু (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তাঁর বাবা আবুল কাশেম (৬৫)। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুর ঢাকা উদ্যানের বি-ব্লকে তাঁদের বাসার সামনে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।

গুরুত্বর আহত তার বাবা আবুল কাশেমকে উন্নত চিকিৎসার জন্য রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন।

মরদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সন্ধ্যায় একবার হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবার কয়েকজন দুর্বৃত্ত বাসার সামনে গিয়ে বাবা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত