leadT1ad

জেনেভা ক্যাম্পে ফের অস্থিরতা: একজনের মৃত্যু

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১: ৩৮
মাদকের কারবার ঘিরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের অস্থিরতা শুরু হয়েছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। সংগৃহীত ছবি

মাদকের কারবার ঘিরে আধিপত্য বিস্তারের লড়াইয়ে ফের অস্থিরতা শুরু হয়েছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে। দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন শাহ আলম (২০) নামের একজন।

আজ সোমবার দুপুরের পর ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় সেলুনকর্মী শাহ আলম আহত হয়। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনার পর কারবারিদের ধরতে অভিযানে নামে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, ফয়সাল ও সেলিম।

অভিযান শেষে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা সাংবাদিকদের বলেন, ‘মাদক ব্যবসায়ীরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপর তারা জামিনে এসে ফের তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।’

ঘটনার পর মাদক কারবারিদের ধরতে অভিযানে নামে পুলিশ। সংগৃহীত ছবি
ঘটনার পর মাদক কারবারিদের ধরতে অভিযানে নামে পুলিশ। সংগৃহীত ছবি

জুয়েল রানা বলেন, ‘সংঘর্ষের সময় শাহ আলম নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহ আলম সেলুনে কাজ করতো।’

তিনি আরও বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। শাহ আলম হত্যার ঘটনায় আরও একটি মামলা দায়ের হবে। এ ঘটনায় ফয়সাল ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অগণিত মামলা রয়েছে। পর্যায়ক্রমে যৌথ অভিযান পরিচালনা করা হবে।’

সংঘর্ষের মূলে যারা

নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পের একজন বাসিন্দা স্ট্রিমকে বলেন, ‘গতকাল রোববার রাতে ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। তারপর সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ভূঁইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল ও পিচ্চি রাজা গ্রুপের মধ্যে এ সংঘাত চলছে। পিচ্চি রাজা সেলিম ওরফে চুয়া সেলিমের সঙ্গে কাজ করে। এরা সবাই এতদিন জেলে ছিল। জামিনে বের হয়ে এসে মাদকের ব্যবসা কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে।’

আতঙ্কে বাসিন্দারা

মুহর্মুহু ককটেল বিষ্ফোরণ আর গুলির শব্দে আতঙ্ক বিরাজ করছে ক্যাম্প এলাকায়। ক্যাম্প বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ক্যাম্পের পরিবেশ স্বাভাবিক থাকলেও আবার শুরু হয়েছে সংঘর্ষ, খুনাখুনি। এতে বৃদ্ধ, শিশু, নারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্যাম্প বাসিন্দা স্ট্রিমকে বলেন, ‘গতকাল রাতে হঠাৎ বিকট শব্দ শুনি। এসব ঘটনা নতুন না কিন্তু যখন ঘটে, ভয় পাই। আজ সকাল থেকে আবার এসব শুরু হয়। শুনেছি একজন নিরীহ লোক মারা গেছে। এখানে আমাদের বেঁচে থাকাটাই দুরূহ হয়ে উঠছে দিনদিন।’

Ad 300x250

সিলেটে অবাধে সাদাপাথর লুট: নেপথ্যে কারা

থানা হেফাজতে ইশতিয়াকের মৃত্যু: ২ পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড বহাল

মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

জুলাই ঘোষণাপত্রকে ‘প্রতারণা’ আখ্যা দিয়ে ৬০ ছাত্রনেতার প্রত্যাখ্যান

মৃত্যুর আগে শেষ বার্তায় যা লিখেছিলেন আল-জাজিরার সাংবাদিক আনাস

সম্পর্কিত