leadT1ad

হাসিনার রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

নিরাপত্তার বলয়ে হাইকোর্ট এলাকা। স্ট্রিম ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকে পুরো এলাকা শান্ত ও থমথমে রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায়নি।

সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকা ঘুরে দেখা গেছে, ট্রাইব্যুনালের প্রধান ফটক ও আশপাশের এলাকায় সেনাবাহিনী, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), র‍্যাব ও বিপুল সংখ্যক পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে রয়েছেন। ট্রাইব্যুনাল এলাকায় সেনাবাহিনী ও বিজিবির ভারী যানও লক্ষ্য করা গেছে।

মামলার রায় নির্ধারণকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল, তা মোকাবিলায় কোনো কমতি রাখা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন। স্ট্রিম ছবি
ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন। স্ট্রিম ছবি

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৯টা পর্যন্ত ট্রাইব্যুনাল প্রাঙ্গণ অন্যান্য দিনের মতোই নীরব ছিল। বড় ধরনের কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করা হলেও বাস্তবে তার কোনো চিত্র দেখা যায়নি।

আজকের মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে সকালেই আদালতে নিয়ে আসা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সকাল থেকেই এলাকায় দেখা গেছে।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিসের বরাত দিয়ে জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সকাল ১১টায় রায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন

ঢাকাসহ চারটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দুপুর সোয়া ১টার দিকে বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

হাইকোর্ট এলাকায় র‌্যাবের সতর্ক অবস্থান। স্ট্রিম ছবি
হাইকোর্ট এলাকায় র‌্যাবের সতর্ক অবস্থান। স্ট্রিম ছবি

গতবছর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগও ‘লকডাউন’ কর্মসূচিও ঘোষণা করে। এই কর্মসূচিকে ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, বাসে অগ্নিসংযোগ ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাগুলো জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। আগামীকাল ট্রাইব্যুনালে রায় ঘোষণাকে কেন্দ্র করেও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হতে পারে। এ কারণেই চার জেলায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে।

এর আগে গত বুধবারও (১২ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত