leadT1ad

২০ বছর পর ফিরল নতুন কুঁড়ি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ২০: ৩৩
দীর্ঘ ২০ বছর পর আবারও ফিরল শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। সংগৃহীত ছবি

দীর্ঘ ২০ বছর পর আবারও ফিরল শিশু-কিশোরদের জনপ্রিয় প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। আজ এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মিলনায়তনে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, ‘তোমরা অনেকেই জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষী। সেই অভ্যুত্থানে শহিদ ও আহতরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের পথে হাঁটার জন্যই আমরা এই আয়োজন করেছি।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে মাহফুজ আলম বলেন, নতুন কুঁড়ির এই শিল্পীরাই কঠোর পরিশ্রমের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী সরকারও এই প্রতিযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, মাত্র দেড় মাসের মধ্যে এ আয়োজন সম্পন্ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এই শিশুশিল্পীরাই ভবিষ্যতে দেশের শিল্প-সাহিত্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম জানান, প্রতিযোগিতার প্রতিটি শাখার সেরা দশজনকে সরাসরি বিটিভির শিল্পী হিসেবে তালিকাভুক্ত করা হবে। এছাড়া, প্রতি শুক্রবার শুধু তাদের অংশগ্রহণে বিটিভিতে ‘শিশুপ্রহর’ নামে একটি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

এবারের প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’—দুই বিভাগে মোট ৭৩ জন শিশুশিল্পীকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অর্জনকারীকে ২ লাখ, দ্বিতীয়কে ১ লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারীকে ৫০ হাজার টাকার চেক, ট্রফি ও সনদ দেওয়া হয়।

এর আগে গত ১৩ নভেম্বর ‘ক’ বিভাগে চ্যাম্পিয়ন প্রিয়সী চক্রবর্তী এবং ‘খ’ বিভাগে চ্যাম্পিয়ন শুভমিতা তালুকদার প্রধান উপদেষ্টার কাছ থেকে ৩ লাখ টাকার চেক ও ট্রফি গ্রহণ করে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত