leadT1ad

সিলেটে আ.লীগ নেতা হত্যা মামলায় ছেলের তিন দিনের রিমান্ড

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সিলেট

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৯: ০৭
সিলেটে নিহত আ.লীগ নেতা আবদুর রাজ্জাক

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলায় নিহতের ছেলে আসাদ আহমদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক শফিকুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি স্ট্রিমকে বলেন, ‘পুলিশ আসাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিল, আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে গত শনিবার পুলিশ আসাদ আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনায় নিহত রাজ্জাকের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না হওয়ায় দক্ষিণ সুরমা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। রাজ্জাকের পরিবারের কয়েকজন সদস্যের নাম এই মামলার বিবরণে ‘সন্দেহজনক’ হিসেবে উল্লেখ করা হয়।

গত ৩১ অক্টোবর সকালে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামে নিজ বাসার ছাদের সিঁড়ির পাশে একটি কক্ষ থেকে আবদুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত