leadT1ad

সংসদ ও গণভোট: কেন্দ্র নয়, বাড়বে গোপন কক্ষ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ২১: ২২
নির্বাচন কমিশন

একদিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ‘সময়ের চ্যালেঞ্জ’ মোকাবিলায় ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানোই যথেষ্ট বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটি জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোর প্রয়োজন পড়বে না। কেন্দ্রের বুথগুলোতে গোপন কক্ষের সংখ্যা বাড়ালেই হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে সার্বিক প্রস্তুতি, সমন্বয় ও নিয়োগ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব ভবনে বৈঠক করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে ২২টি বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, এবার নির্বাচন, গণভোট এবং প্রবাসী ভোট— এই তিন গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে হচ্ছে। এজন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

গতকাল শনিবার রাজধানীতে হওয়া মক ভোটের অভিজ্ঞতা জানিয়ে ইসি সচিব বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ভোট কেন্দ্র বাড়ানোর প্রয়োজন নেই। তবে কেন্দ্রে গোপন কক্ষ বাড়াতে হবে। আগে একাধিক বুথে একটি করে গোপন কক্ষ ছিল, এবার দুটি করে করা হবে, যাতে ভোটার চলাচল স্বাভাবিক থাকে।’

তিনি আরও বলেন, ‘এর ফলে নির্বাচনে আমাদের শুধু ব্যালট এবং অতিরিক্ত ব্যালট বক্সের সংখ্যা বাড়াতে হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে আর ব্যয় বাড়াতে হবে না। তবে আমরা আরো আলোচনা করছি। যদি আরও সমস্যা উঠে আসে, তবে তার সমাধানও করা হবে।

একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে মাঠ পর্যায়ে অভিজ্ঞতার জন্য গতকাল শনিবার (২৯ নভেম্বর) রাজধানীতে ওই মক ভোটিংয়ের আয়োজন করেছিল ইসি। সেখানে ইসি সচিব বলেছিলেন, ওই ভোটের ফলাফলের ওপর ভিত্তি করে কেন্দ্রের সংখ্যা, ভোটকক্ষ, সমন্বয় ও জনবল বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গণভোটে চারটি প্রস্তাবনা থাকায় তা পড়তে বেশি সময় লাগতে পারে জানিয়ে আজ সচিব আখতার আহমেদ বলেন, একজন ভোটার বুথে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত কত সময় লাগে– মক ভোটিংয়ে পাওয়া সেই তথ্য বিশ্লেষণ চলছে। তবে প্রচার বাড়লে ভোটাররা আগে থেকেই বিষয়গুলো বুঝে আসবেন, ফলে সময় কম লাগবে।

ভোটার এডুকেশনের ঘাটতি, অঞ্চলভেদে অবকাঠামোর অমিল এবং গণভোটের চারটি প্রশ্ন– এসবকেই ইসি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বলে জানান তিনি।

নির্বাচনি দায়িত্বে ভাতা বাড়ছে

এবার নির্বাচনে দায়িত্বপালনকারীদের ভাতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ইসি। আজকের সভার আলোচ্যসূচি ব্যাখ্যা করতে গিয়ে সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনি দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে স্থানীয় প্রভাবশালীদের আতিথ্য গ্রহণ করেন। এ অভিযোগ অনেকবার এসেছে। এ ধরনের অনিয়ম ঠেকাতে ভাতা বাড়ানো ও অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ করতে নির্দেশনাও দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রস্তুতি ও অগ্রগতি তুলে ধরেছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার পর ইসির কাজ আরও বেগবান হবে।

৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন পুনরায় চালু

প্রযুক্তিগত সমস্যার কারণে সাত দেশে বন্ধ থাকা প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু হয়েছে। ইসির আইটি সেল জানিয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম আজ বিকেল সোয়া ৩টা থেকে চালু হয়েছে।

এ নিয়ে ইসি সচিব বলেন, তথ্য ফরম্যাট না মেলায় সমস্যা হচ্ছিল। সমাধান করে তা পুনরায় চালু করা হয়েছে। প্রবাসী ভোটারদের সুবিধার জন্য অ্যাপে ‘এডিট মোড’ যুক্ত করা হয়েছে, যাতে ভুল তথ্য সংশোধন করা যায়।

তিনি জানান, ‘ইতোমধ্যে অ্যাপটি ডাউনলোড করেছেন ২ লাখ ১০ হাজারের বেশি। নিবন্ধন করেছেন প্রায় ১ লাখ প্রবাসী। যেহেতু ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, অনেকেই হয়তো আস্তে-ধীরে করতে চাচ্ছেন। কিন্তু আমরা আহ্বান করব, যেন এখনি করে ফেলেন।’

ওসিভি পোর্টাল অনুযায়ী, বর্তমানে ১৫১টি দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা নিবন্ধন করতে পারছেন। আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত নিবন্ধন করেছেন ৯৯ হাজার ৮৯২ জন।

Ad 300x250

সম্পর্কিত