leadT1ad

‘চাচার হত্যার ভিডিও করেছি’, ট্রাইব্যুনালে ভাতিজার সাক্ষ্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আরও একজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আজ রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ নিহত ইয়াকুবের ভাতিজা ও প্রত্যক্ষদর্শী সাক্ষী আবদুস সালাম প্রসিকিউশনের ২০তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন।

জবানবন্দিতে আবদুস সালাম বলেন, ‘গত বছরের ৫ আগস্ট চাচার সঙ্গে আমিও আন্দোলনে যোগ দিয়েছিলাম। চানখারপুলে মামুন বিরিয়ানির সামনে চাচাকে গুলি করে পুলিশ। তখন চাচার শরীর থেকে রক্ত ঝরছিল। আমি ওই দৃশ্য ভিডিও ধারণ করেছিলাম। পরে তদন্ত কর্মকর্তা আমার কাছ থেকে সেই ভিডিওসহ মোবাইলটি জব্দ করেছিলেন।’

জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী এই সাক্ষীকে জেরা করেন। ট্রাইব্যুনাল এ মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২ নভেম্বর দিন ধার্য করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট আটজন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। আসামিদের মধ্যে শাহবাগ থানার বরখাস্তকৃত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল বর্তমানে কারাগারে আছেন। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বাকি চার আসামি এখনো পলাতক।

এর আগে গত ২১ এপ্রিল এই মামলায় আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ৭৯ জন সাক্ষী রয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত