leadT1ad

নতুন পে-স্কেলের কাঠামো দিয়ে যাবে বর্তমান সরকার: অর্থ উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৬: ৫০
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) তৈরি করে দিয়ে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী নির্বাচিত সরকার এই কাঠামোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

আজ বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চলতি সরকারের মেয়াদে নতুন পে-স্কেল বাস্তবায়ন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘পে কমিশনের কাজটি অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। কমিশন স্বাধীনভাবে কাজ করবে, এতে আমাদের কোনো ভূমিকা নেই।’

তিনি জানান, বেসামরিক ও সামরিক বাহিনীর জন্য গঠিত কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পর সেগুলোকে সমন্বয় করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময়ের প্রয়োজন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তিনটি ভিন্ন রিপোর্ট পাওয়ার পর সেগুলো সমন্বয় করে সচিব কমিটি ও মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর অর্থ মন্ত্রণালয় আর্থিক সংশ্লেষের বিষয়টি দেখবে। তাই আমাদের সময়ের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়ন করা যাবে কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।’

তিনি যোগ করেন, ‘তবে আমরা একটি পূর্ণাঙ্গ কাঠামো তৈরি করে দিয়ে যাব। যদি সময়ের মধ্যে সমন্বয় করা সম্ভব হয়, তবে আমরাই করব। এখানে সবচেয়ে বড় বিষয় হলো অর্থের সংস্থান।’

পে-স্কেল না হলে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে—এ বিষয়ে তিনি বলেন, ‘এতে ক্ষোভের সৃষ্টি হওয়া অপ্রত্যাশিত। আট বছর পর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজটি শুরু করেছি। তাদের বরং ধন্যবাদ দেওয়া উচিত। একটু ধৈর্য ধরতে হবে।’

তিনি আশ্বাস দেন যে, একটি স্বাধীন কমিশন অনেক বিচার-বিশ্লেষণ করে এই কাজটি করছে, তাই আগামী সরকার এটিকে অবশ্যই গুরুত্ব দেবে।

দেশে খাদ্য সংকট নেই

জাতিসংঘের তিনটি সংস্থার এক প্রতিবেদনে বাংলাদেশে ১ কোটি ৬০ লাখ মানুষের খাদ্য সংকট এবং ১৬ লাখ শিশুর অপুষ্টিতে ভোগার তথ্য প্রকাশের বিষয়ে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক মানদণ্ডে তারা প্রতিবেদন তৈরি করে। তবে বাংলাদেশের অবস্থা দুর্ভিক্ষময় নয়। পার্শ্ববর্তী অনেক দেশের চেয়ে আমরা ভালো অবস্থায় আছি।’

তিনি বলেন, ‘আমরা সজাগ আছি, যেন দেশে সুষম খাদ্যের ঘাটতি বা খাদ্য সংকট তৈরি না হয়। সম্প্রতি এক বৈঠকে আমরা খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত নিশ্চিত করেছি। কৃষকের স্বার্থ রক্ষা ও মজুত বাড়ানোর লক্ষ্যে ধান ও চালের দাম কিছুটা বাড়ানো হয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত