স্ট্রিম প্রতিবেদক
খাগড়াছড়ির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ‘নীরবতার’ অভিযোগ এনে পদত্যাগ করেছেন অলিক মৃ নামে দলটির এক নেতা। তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে অলিক মৃ জানান, দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি ছিলেন অলিক মৃ। পদত্যাগের কারণ হিসেবে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এনসিপির নীরবতার পাশাপাশি দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ‘ভুয়া ধর্ষণ’ শব্দচয়নকেও উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর মারমা এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে বিক্ষোভ ও সংঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) জেলার গুইমারা উপজেলায় তিন পাহাড়ি নিহত এবং সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। বর্তমানে সেখানে ১৪৪ ধারা জারি আছে। আর ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিন জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে এ মামলায় সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তারও দেখানো হয়।
এসব ঘটনায় এনসিপি নীরবতা পালন করেছে বলে অভিযোগ করেছেন অলিক মৃ। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করছি।’
এর আগে, খাগড়াছড়িতে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করে বক্তব্য দেন হান্নান মাসউদ। পরে তিনি জানান, এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করার জন্য তিনি বিব্রত ও দুঃখিত।
হান্নান মাসউদ ফেসবুক পোস্টে লেখেন, ‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে “ভুয়া ধর্ষণ” শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন।’
খাগড়াছড়ির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ‘নীরবতার’ অভিযোগ এনে পদত্যাগ করেছেন অলিক মৃ নামে দলটির এক নেতা। তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে অলিক মৃ জানান, দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি ছিলেন অলিক মৃ। পদত্যাগের কারণ হিসেবে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এনসিপির নীরবতার পাশাপাশি দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ‘ভুয়া ধর্ষণ’ শব্দচয়নকেও উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর মারমা এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে বিক্ষোভ ও সংঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) জেলার গুইমারা উপজেলায় তিন পাহাড়ি নিহত এবং সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। বর্তমানে সেখানে ১৪৪ ধারা জারি আছে। আর ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিন জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে এ মামলায় সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তারও দেখানো হয়।
এসব ঘটনায় এনসিপি নীরবতা পালন করেছে বলে অভিযোগ করেছেন অলিক মৃ। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করছি।’
এর আগে, খাগড়াছড়িতে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করে বক্তব্য দেন হান্নান মাসউদ। পরে তিনি জানান, এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করার জন্য তিনি বিব্রত ও দুঃখিত।
হান্নান মাসউদ ফেসবুক পোস্টে লেখেন, ‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে “ভুয়া ধর্ষণ” শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন।’
খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুইমারা উপজেলায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
৩৬ মিনিট আগেফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ের কাগজের শপিং ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধে প্রতিষ্ঠানটিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা এই আইনি নোটিশটি পাঠান।
১ ঘণ্টা আগেসংঘবদ্ধ একটি প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ৭০ লাখ টাকা ও একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।
২ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগে