leadT1ad

খাগড়াছড়ির ঘটনায় দলের নীরবতার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৯
অলিক মৃ। ছবি ফেসবুক থেকে নেওয়া

খাগড়াছড়ির ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ‘নীরবতার’ অভিযোগ এনে পদত্যাগ করেছেন অলিক মৃ নামে দলটির এক নেতা। তিনি এনসিপির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ছিলেন।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজে ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে অলিক মৃ জানান, দলের ই-মেইল এবং দপ্তরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি ছিলেন অলিক মৃ। পদত্যাগের কারণ হিসেবে খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাপ্রবাহে এনসিপির নীরবতার পাশাপাশি দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ‘ভুয়া ধর্ষণ’ শব্দচয়নকেও উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর মারমা এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে বিক্ষোভ ও সংঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) জেলার গুইমারা উপজেলায় তিন পাহাড়ি নিহত এবং সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। বর্তমানে সেখানে ১৪৪ ধারা জারি আছে। আর ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিন জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পরে এ মামলায় সন্দেহভাজন এক জনকে গ্রেপ্তারও দেখানো হয়।

এসব ঘটনায় এনসিপি নীরবতা পালন করেছে বলে অভিযোগ করেছেন অলিক মৃ। ফেসবুক পোস্টে তিনি বলেছেন, ‘খাগড়াছড়িতে আদিবাসী কিশোরী ধর্ষণ, আদিবাসীদের ওপর হামলা, আদিবাসীদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং তিনজন আদিবাসীকে হত্যার ঘটনা নিয়ে এনসিপির নীরবতা এবং ধর্ষণ নিয়ে এনসিপির নেতা হান্নান মাসউদের মিথ্যাচারের প্রতিবাদে আমি অলিক মৃ এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করছি।’

এর আগে, খাগড়াছড়িতে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনাকে ‘ভুয়া ধর্ষণ’ উল্লেখ করে বক্তব্য দেন হান্নান মাসউদ। পরে তিনি জানান, এই অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার করার জন্য তিনি বিব্রত ও দুঃখিত।

হান্নান মাসউদ ফেসবুক পোস্টে লেখেন, ‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে “ভুয়া ধর্ষণ” শব্দটি ব্যবহার করে ফেলি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন।’

Ad 300x250

সম্পর্কিত