leadT1ad

ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্কে রাস্তায় মানুষ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয় ছবি সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর মাধবদীতে।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।

আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ তাঁর ফেসবুকে লিখেছেন, ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা শহর। সকাল ১০টা ৩৯ মিনিটের দিকে ঢাকা শহরের খুব কাছাকাছি স্থানে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প সংগঠিত হওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। প্রাথমিক তথ্য অনুসারে ভূমিকম্পটি গাজীপুর ভূচ্যুতির উপরে সংগঠিত হয়েছে। টঙ্গী থেকে ২৭ কিলোমিটার পূর্বদিকে।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। বিভিন্ন রাস্তায় অসংখ্য মানুষকে উদ্বিগ্ন দেখা যায়।

Ad 300x250

সম্পর্কিত