leadT1ad

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২: ১১
স্কুলের দিকে বোমা নিক্ষেপ করছে দুর্বৃত্তরা। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে

রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে অবস্থিত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের বালিকা শাখার ক্যাম্পাসে টিনের চালে দুটি পেট্রোল বোমা ছুড়ে নিক্ষেপ করেছেন দুষ্কৃতকারীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১২টার পর এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (১২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ঘটনায় সিসিটিভির ফুটেজে দেখা গেছে, মধ্যরাতে মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুজন এসে স্কুল করিডোরের বাইরে থেকে কিছু একটা নিক্ষেপ করছেন। এরপরই স্কুলের ভেতরে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, ‘পেট্রোল বোমা দুটি স্কুলের একটি টিনশেডের ওপরে পড়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। আসামি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ওসি রফিক আরও বলেন, ‘পেট্রোল বোমার বিস্ফোরণে বিদ্যালয়টিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কিছু কাগজপত্র পুড়ে গেছে, অন্য তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

Ad 300x250

সম্পর্কিত