leadT1ad

শিবচরে বিএনপির মনোনয়নবঞ্চিত লাভলু সিদ্দিকীর অনুসারীদের ৩ ঘণ্টা এক্সপ্রেসওয়ে অবরোধ

বিএনপি ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে। এতে মনোনয়ন বঞ্চিত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তিন ঘণ্টা অবরোধ করেছে।

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
মাদারীপুর

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৫: ০৬
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সোমবার রাতে অবরোধ করেন বিএনপির লাভলু সিদ্দিকীর সমর্থকেরা। ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ঘোষিত তালিকায় মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে জামান কামাল নুরুদ্দিন মোল্লাকে। এতে মনোনয়ন বঞ্চিত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তিন ঘণ্টা অবরোধ করেছে।

সন্ধ্যা থেকেই এক্সপ্রেসওয়ে অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে দুই পাশেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে রাত ১০টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, কোন আসনে কে দলীয় মনোনয়ন পাচ্ছেন, তা নিয়ে দীর্ঘদিন থেকেই স্থানীয়দের উত্তেজনা বিরাজ করছিল। মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তুষ্ট কিছু নেতা-কর্মী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভে অংশ নিলেও, কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন।

সোমবার ঘোষণা অনুযায়ী মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন জামান কামাল নুরুদ্দিন মোল্লা শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। দলীয় মনোনয়নবঞ্চিত সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি ২০১৮ সালে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ছিলেন।

এদিকে আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে নিজ বাড়ি উপজেলার পাচ্চর এলাকায় অনুসারী নেতা-কর্মীদের নিয়ে বসেছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। এ সময় তিনি বলেন, ‘কালকে আপনারা আমার জন্য যা করছেন, আমি তা সারা জীবন মনে রাখব। আপনার জান মাল নিয়ে যেভাবে ঝাপিয়ে পড়েছিলেন, এটা অবিশ্বাস্য। সারা বাংলাদেশ এটা দেখছেন। তারা জেনেছেন এখানে কি হয়েছে, কেন হয়েছে।’

সোমবার রাতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানিয়ে লাভলু সিদ্দিকী নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘তারা আমার সাথে কথা বলতে চাইছে। আমি যাই, দেখি তারা কি বলে। আমি আপনাদের অনুরোধ করবো। দরকার নেই ঝামেলা করার। প্রতিবাদের ভাষা অনেক আছে। আমি একটা কথা শুধু আপনাদের বলব, আমি যা করব আপনাদের সাথে নিয়েই করব।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত