স্ট্রিম সংবাদদাতা

জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য গুপ্তহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, ‘পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভেতরে আতঙ্ক ছড়ানোর জন্য এবং ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এ ধরনের গুপ্তহত্যা চালাচ্ছে। আরও অনেককে গুপ্তহত্যার হুমকি দিচ্ছে।’
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক এই উপদেষ্টা। ইতিমধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা জানি, এ ধরনের গুপ্তহত্যা কারা করে। আজ থেকে দু-দিন আগে শহিদ বুদ্ধিজীবী দিবস ছিল। আপনারা জানেন, পরাজিত হওয়ার আগে পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে আমাদের মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল। ঠিক একইভাবে পরাজিত হওয়ার পর ফ্যাসিস্ট (কার্যক্রম) নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদের নেতৃত্বহীন করার জন্য এ ধরনের একটা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যের মাধ্যমে আমরা মনে করি, বাংলাদেশের মুক্তি সম্ভব। এবং সামনের দিনে আর এ ধরনের কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদের কোনো ভয় দেখাতে পারবে না।’
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আজকের এই দিনটিকে সম্মান প্রদর্শনের জন্য এবং স্মরণ করার জন্য ঢাকা-১০ আসনের জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি। …আপনারা জানেন, কিছু দিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়, তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন। যেহেতু তিনি (ফুল) দিতে পারছেন না, আমরা তাঁর পক্ষ থেকেও আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা প্রত্যাশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা এটাও প্রত্যাশা করি, আগামীতে কোনো বিজয় দিবস আমাদের কোনো সহযোদ্ধার কষ্ট নিয়ে পালন করতে হবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও তৎপর হওয়া উচিৎ। …আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে, ডেভিল হান্ট ফেজ ২ তারা শুরু করেছেন৷ তারা যেসব সন্ত্রাসীর অপরাধের ইতিহাস রয়েছে তাদের রেকর্ড দেখে এবং যারা চিহ্নিত গ্যাংস্টার, মাফিয়া রয়েছে তাদের জেলের ভেতরে ভরে নির্বাচনের দিকে যাক। তাহলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য গুপ্তহত্যা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, ‘পরাজিত শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের ভেতরে আতঙ্ক ছড়ানোর জন্য এবং ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এ ধরনের গুপ্তহত্যা চালাচ্ছে। আরও অনেককে গুপ্তহত্যার হুমকি দিচ্ছে।’
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক এই উপদেষ্টা। ইতিমধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
জুলাই অভ্যুত্থানের নেতা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা জানি, এ ধরনের গুপ্তহত্যা কারা করে। আজ থেকে দু-দিন আগে শহিদ বুদ্ধিজীবী দিবস ছিল। আপনারা জানেন, পরাজিত হওয়ার আগে পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে আমাদের মেধাহীন করার ষড়যন্ত্র করেছিল। ঠিক একইভাবে পরাজিত হওয়ার পর ফ্যাসিস্ট (কার্যক্রম) নিষিদ্ধ আওয়ামী লীগও আমাদের নেতৃত্বহীন করার জন্য এ ধরনের একটা ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে, এই ঐক্যের মাধ্যমে আমরা মনে করি, বাংলাদেশের মুক্তি সম্ভব। এবং সামনের দিনে আর এ ধরনের কোনো ফ্যাসিবাদী শক্তি আমাদের কোনো ভয় দেখাতে পারবে না।’
বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘আজকের এই দিনটিকে সম্মান প্রদর্শনের জন্য এবং স্মরণ করার জন্য ঢাকা-১০ আসনের জনগণের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি। …আপনারা জানেন, কিছু দিন আগে আমাদের একজন সহযোদ্ধা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়, তিনি এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন। যেহেতু তিনি (ফুল) দিতে পারছেন না, আমরা তাঁর পক্ষ থেকেও আজকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা প্রত্যাশা করি, দ্রুত তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা এটাও প্রত্যাশা করি, আগামীতে কোনো বিজয় দিবস আমাদের কোনো সহযোদ্ধার কষ্ট নিয়ে পালন করতে হবে না।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় সরকারের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আরও তৎপর হওয়া উচিৎ। …আমাদের সরকারের প্রতি আহ্বান থাকবে, ডেভিল হান্ট ফেজ ২ তারা শুরু করেছেন৷ তারা যেসব সন্ত্রাসীর অপরাধের ইতিহাস রয়েছে তাদের রেকর্ড দেখে এবং যারা চিহ্নিত গ্যাংস্টার, মাফিয়া রয়েছে তাদের জেলের ভেতরে ভরে নির্বাচনের দিকে যাক। তাহলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। বিষয়টি সবার জন্য উদ্বেগজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
১ ঘণ্টা আগে
বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ উল্লেখ করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যারাই এখন সংস্কার ও নির্বাচনকে কোনোভাবে ব্যাহত করবে, তারা দেশ ও জনগণের স্বার্থের ঊর্ধ্বে অবস্থান নেবে।
২ ঘণ্টা আগে
মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, দিবসটিকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন তিনি। বাংলাদেশের নাম একবারও উল্লেখ করেননি মোদি।
২ ঘণ্টা আগে
মহান মুক্তিযুদ্ধের ৫৪তম বছরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দিনভর ভিড় জমান সাধারণ জনতা। আর শ্রদ্ধা জানাতে এসে কেউ কেউ জেনে-বুঝে, আবার কেউ কেউ না জেনেই পদদলিত করলেন স্মৃতিসৌধে থাকা গণকবর।
৩ ঘণ্টা আগে