leadT1ad

রাজনৈতিক পুঁজির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে অর্থ, পেশীশক্তি ও ধর্ম: ড. ইফতেখারুজ্জামান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: সংগৃহীত

অর্থ, পেশীশক্তি ও ধর্মকে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পুঁজির প্রধান তিনটি ভিত্তি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (ডায়রা) আয়োজিত ‘বাংলাদেশে রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি ও ব্যবসা সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ করতে গিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পুঁজির তিন ভিত্তি— অর্থ, পেশীশক্তি ও ধর্ম। ৫ আগস্টের পর দেশ পুনর্গঠনের একটি সুযোগ হাতছাড়া হয়েছে। সংস্কারের পথে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র।’

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন ছিল হাস্যকর ও সেখানে দৃশ্যমান কোনো বাস্তবসম্মত প্রতিশ্রুতি নেই। আমলাতন্ত্রে কাঠামোগত পরিবর্তন না হলে রাজনৈতিক অর্থায়ন প্রক্রিয়ায় কোনো সংস্কারই কার্যকর হবে না।

ড. ইফতেখারুজ্জামান রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই ব্যাপক সংস্কার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার মতে, বাইরের চাপে নয়, বরং সংস্কার আসতে হবে দলগুলোর ভেতর থেকেই। অন্যথায় টেকসই পরিবর্তন সম্ভব নয়।

অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বাদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ এম. শাহান, বিডিজবস ডটকমের সিইও ফাহিম মাশরুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনরা বক্তব্য দেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত