leadT1ad

ট্রাইব্যুনালের বাইরে শহীদ পরিবারের অবস্থান, সর্বোচ্চ শাস্তির দাবি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ট্রাইব্যুনাল এলাকায় শহীদ পরিবারের সদস্যরা। স্ট্রিম ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের কয়েকজন সদস্য। তাঁরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে মাজার গেইটের বাইরে তাঁদের কেউ কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শহীদ হন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মিরাজ হোসেন (২৯)।

তাঁর বাবা আব্দুর রব মাজার গেটের বাইরে একটি ব্যানার হাতে নিয়ে অবস্থান করছেন। তিনি স্ট্রিমকে বলেন, যাত্রাবাড়ী থানার সামনে হানিফ ফ্লাইওভারে ৫ আগস্ট পৌনে ৩টায় গুলিবিদ্ধ হয় মিরাজ। ওইদিনই তাঁর মৃত্যু হয়।

তিনি বলেন, ‘শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চাই। আমরা আজ ফাঁসির রায় শুনতে চাই। সন্তানদের যাতে বুঝ দিতে পারি, দোষীদের শাস্তি হয়েছে। তাহলে শহীদ পরিবার কিছুটা হলেও স্বস্তি পাবো। শুধু হাসিনা নয়, দোষী পুলিশের কর্মকর্তাদেরও শাস্তি চাই।’

আব্দুর রব আরও বলেন, ‘মিরাজের অন্যায় ছিল আন্দোলনে অংশ নেওয়া, যাত্রাবাড়ীতে দেশের পতাকা ওড়ানো। এর জন্য পুলিশ বাহিনী তার ওপর গুলি চালিয়েছিল।’

সকাল সোয়া ১০টার দিকে ট্রাইব্যুনালের সামনে আসেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ। তিনি এসময় বলেন, ৫ আগস্টে যে রায় জনগণ দিয়েছে, আমরা আশা করছি সেই রায় অনুযায়ী আদালত থেকে রায় ঘোষণা হবে। শেখ হাসিনা যে অত্যাচার করেছেন, সে জন্য তাঁর একবার না, হাজার বার মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেটি কম হবে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত