leadT1ad

বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবেন সেই ১৫ ক্লাবের কাউন্সিলররা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৬: ০২
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রোববার (৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ এ আদেশ দেয়। ফলে বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলরদের ভোটাধিকার প্রয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে ৩০ সেপ্টেম্বর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য তৈরি করা ভোটার তালিকায় ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি স্থগিত করে হাইকোর্ট। এছাড়া ভোটার তালিকায় ওই ১৫টি ক্লাবের অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করে। এর ফলে বিসিবি নির্বাচনে ওই ১৫ ক্লাবের কাউন্সিলরদের ভোটাধিকার বাতিল হয়।

৬ অক্টোবর অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনের জন্য ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে বিসিবি নির্বাচন কমিশন। তাতে দেখা যায়, দুদকের আপত্তির কারণে খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৫ ক্লাবের কাউন্সিলররা আপিলে জয়ী হয়ে ভোটাধিকার ফিরে পেয়েছেন।

এই ক্লাবগুলো বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অন্যায় সুবিধা নিয়ে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ক্লাব হিসেবে অভিযুক্ত। ক্লাবগুলো হলো—এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।

এর আগে প্রাথমিক তালিকা থেকে এই ক্লাবগুলোকে বাদ দেওয়ার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত