leadT1ad

ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৫: ৫৬
বিজিবির পাহারা। স্ট্রিম ছবি

ঢাকাসহ চারটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছে বিজিবি।

গতবছর জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগও ‘লকডাউন’ কর্মসূচিও ঘোষণা করে। এই কর্মসূচিকে ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, বাসে অগ্নিসংযোগ ও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাগুলো জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। আগামীকাল ট্রাইব্যুনালে রায় ঘোষণাকে কেন্দ্র করেও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা হতে পারে। এ কারণেই চার জেলায় বিজিবির উপস্থিতি বাড়ানো হয়েছে।

এর আগে গত বুধবারও (১২ নভেম্বর) সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং ঢাকার বাইরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত