leadT1ad

‘ফায়ার হিরো’ নাঈমের ঘরও পুড়ল আগুনে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কড়াইল বস্তিতে আগুন, ইনসেটে নাইমের আলোচিত সেই ছবি

২০১৯ সালের ২৮ মার্চ বনানীতে এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর কাজে সহযোগিতা করে প্রশংসায় ভেসেছিল পঞ্চম শ্রেণি পড়ুয়া ১০ বছরের শিশু আনোয়ারুল ইসলাম নাঈম। মঙ্গলবার (২৫ নভেম্বর) কড়াইল বস্তিতে লাগা আগুনে এবার ঘড়ছাড়া হতে হয়েছে আলোচিত সেই নাঈমকেই।

বিকেল ৫টার পর পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বস্তিটিতে। সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। ততক্ষণে অনেকের মতোই পুড়ে ছাই হয়ে গেছে নাঈমের পুরো ঘর।

আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা করতে পারেননি নাঈমের মা মোছা. নাজমা বেগম। আর তাই মধ্য রাতে খোলা আকাশের নীচেই আছে মা-ছেলে।

জীবনের তাগিদে পড়াশোনার পাশাপাশি এক ব্যক্তির ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন নাঈম। পাঠশালা করাইল নামের একটি স্কুলে ব্যবসায় শাখায় ১০ শ্রেণিতে পড়াশোনা করছেন বলেও জানান তিনি।

খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন কড়াইল বস্তির বাসিন্দারা। স্ট্রিম ছবি
খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন কড়াইল বস্তির বাসিন্দারা। স্ট্রিম ছবি

অনিশ্চিত বাসস্থান আর আগুনে পোড়া ঘর নিয়ে তরুণ নাঈম বলেন, ‘আমি আগুন নেভাতে গিয়েছিলাম কোনো স্বার্থে নয়, নিজের তাগিদে। আমি মানুষের ভালো করতে চাই, তাতে শান্তি পাই। আজ আমার ঘরেই আগুন। নিজের ঘরের আগুন নেভাতে পারলাম না। কাজ থেকে আসতে আসতে সব শেষ হয়ে গেছে।’

তাঁর দাবি, সরকার যেন বস্তিটি ক্ষতি পুষিয়ে দেয়। সেইসঙ্গে সমাজের বিত্তবানদেরও সহযোগিতা কামনা করেন তিনি।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত