leadT1ad

ধর্মীয় অনুভূতিতে আঘাত: শিশির মনিরের বিরুদ্ধে নালিশি মামলা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ২০: ৩৩
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সংগৃহীত ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ইউটিউব চ্যানেল ডিএসএন-এর বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন আইনজীবী রিদওয়ান হোসেন রবিন। বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্ত ও ২০২৬ সালের ২৭ জানুয়ারির মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দিতে বলেছেন বিচারক।

মামলার আরজিতে দণ্ডবিধির ২৯৮ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। এতে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে শিশির মনিরকে ১ ও সেই বক্তব্য প্রচারের অভিযোগে ডিএসএন চ্যানেলকে ২ নম্বর আসামি করা হয়েছে।

বাদীর অভিযোগ, কিছুদিন আগে ডিএসএন নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিওতে শিশির মনির রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ‘রোজা এবং পূজা’কে ‘একই মুদ্রার এপিঠ-ওপিঠ’ মন্তব্য করেন। ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের কাছে আল্লাহ নিরাকার এবং রোজা তাঁর সন্তুষ্টির জন্য পালন করা হয়। অন্যদিকে হিন্দু ধর্মাবলম্বীরা দেব-দেবীর আকৃতি দিয়ে পূজা করেন। রোজা ও পূজাকে একত্রে উদাহরণ হিসেবে ব্যবহার করা বা একই পাল্লায় মাপা মুসলিমদের ধর্মীয় বিশ্বাস এবং অনুভূতিতে সরাসরি আঘাত। শিশির মনিরের এই বক্তব্যে জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

শিশির মনির সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। বাদী রবিনের বাড়ি ফেনীর ফরহাদনগর ইউনিয়নে। মামলায় সাক্ষী হিসেবে রাখা হয়েছে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামকে। ঘটনাস্থল বিবেচনায় মামলাটি পল্টন থানা এলাকার আওতাধীন হওয়ায় আদালত ডিবিকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

Ad 300x250

সম্পর্কিত