leadT1ad

শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ডাক পেলেন আ. লীগের উপ-কমিটির সদস্য

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ২১: ১৮
স্ট্রিম গ্রাফিক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের ওপর মতবিনিময়ের জন্য সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ডাক পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ আদনান ফাহাদ।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ মতবিনিময় সভা হবে। এতে সভাপতিত্ব করবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

আজ রোববার মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত এক নোটিশে ২৬ জনকে ওই সভায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।

আমন্ত্রিতদের তালিকার ১৮ নম্বরে রয়েছেন শেখ আদনান ফাহাদ। ২০২১ সালের ফেব্রুয়ারিতে গঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক উপ কমিটির সদস্য তিনি।

আদনান ফাহাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সঙ্গে যুক্ত এ শিক্ষক বর্তমানে দেশেই শিক্ষা ছুটিতে রয়েছেন বলে রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে।

গত বছরের ১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিজ কার্যালয় থেকে সরিয়ে ফেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। পরদিন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের পক্ষ থেকে ৪৭ জন শিক্ষক ছবি নামানোর ঘটনার প্রতিবাদ জানান। তাঁদের মধ্যেও ছিল শেখ আদনান ফাহাদের নাম।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্ট্রিমকে বলেন, ‘সভার নোটিশটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে জারি করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেই নাম নির্বাচিত হয়ে আসে। নির্দেশমতো আমি স্বাক্ষর করেছি।’

আগামীকাল অনুষ্ঠিতব্য ওই সভায় আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ.এস.এম. আমানউল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইয়াহ্ইয়া আখতার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রেজাউল করিম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সারওয়ার উদ্দিন চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মানজুর আহমেদ প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত