leadT1ad

বাংলাদেশের খাসি সমাজ নিয়ে জ্ঞাতিজনের আড্ডা শুক্রবার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ২০: ১৮
বাংলাদেশের খাসি সমাজ নিয়ে জ্ঞাতিজনের আড্ডা শুক্রবার। সংগৃহীত ছবি

বাংলাদেশের খাসি সমাজ নিয়ে আড্ডার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন জ্ঞাতিজন। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় রাজধানীর লালমাটিয়ার জ্ঞাতিজন অফিসে এ আড্ডা অনুষ্ঠিত হবে।

আড্ডায় ‘বাংলাদেশের খাসি সমাজ: গতিশীলতার রাজনৈতিক অর্থনীতি ও সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ে আলোচনা করবেন ঈশিতা দস্তিদার। তিনি খাসি সমাজ নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জাকির হোসেন।

খাসি সমাজের সংস্কৃতি সম্পর্কে সাধারণ ধারণার পাশাপাশি গতিশীলতার ভেতর দিয়ে একটি আদিবাসী সমাজ কীভাবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে আলোচকদের বক্তৃতায় উঠে আসবে সেসব কথা।

২০১৪ সাল থেকে প্রতি মাসে একটি করে আড্ডার আয়োজন করে আসছে সংগঠনটি। এটি হবে তাদের ৮৭তম আড্ডা।

Ad 300x250

সম্পর্কিত