স্ট্রিম প্রতিবেদক
বাংলাদেশের খাসি সমাজ নিয়ে আড্ডার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন জ্ঞাতিজন। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় রাজধানীর লালমাটিয়ার জ্ঞাতিজন অফিসে এ আড্ডা অনুষ্ঠিত হবে।
আড্ডায় ‘বাংলাদেশের খাসি সমাজ: গতিশীলতার রাজনৈতিক অর্থনীতি ও সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ে আলোচনা করবেন ঈশিতা দস্তিদার। তিনি খাসি সমাজ নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জাকির হোসেন।
খাসি সমাজের সংস্কৃতি সম্পর্কে সাধারণ ধারণার পাশাপাশি গতিশীলতার ভেতর দিয়ে একটি আদিবাসী সমাজ কীভাবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে আলোচকদের বক্তৃতায় উঠে আসবে সেসব কথা।
২০১৪ সাল থেকে প্রতি মাসে একটি করে আড্ডার আয়োজন করে আসছে সংগঠনটি। এটি হবে তাদের ৮৭তম আড্ডা।
বাংলাদেশের খাসি সমাজ নিয়ে আড্ডার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন জ্ঞাতিজন। শুক্রবার (২৯ আগস্ট) বিকাল সাড়ে চারটায় রাজধানীর লালমাটিয়ার জ্ঞাতিজন অফিসে এ আড্ডা অনুষ্ঠিত হবে।
আড্ডায় ‘বাংলাদেশের খাসি সমাজ: গতিশীলতার রাজনৈতিক অর্থনীতি ও সাংস্কৃতিক সংগ্রাম’ বিষয়ে আলোচনা করবেন ঈশিতা দস্তিদার। তিনি খাসি সমাজ নিয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জাকির হোসেন।
খাসি সমাজের সংস্কৃতি সম্পর্কে সাধারণ ধারণার পাশাপাশি গতিশীলতার ভেতর দিয়ে একটি আদিবাসী সমাজ কীভাবে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা করছে আলোচকদের বক্তৃতায় উঠে আসবে সেসব কথা।
২০১৪ সাল থেকে প্রতি মাসে একটি করে আড্ডার আয়োজন করে আসছে সংগঠনটি। এটি হবে তাদের ৮৭তম আড্ডা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দম্পতির হেফাজত থেকে আব্দুল হাদি নূর নামে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্তের পর মঙ্গলবার ভোর পৌনে ছয়টার দিকে মিরপুর মডেল থানার হোটেল ক্লাসিক আবাসিক থেকে পারভেজ-কাকলি দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজতেই শিশুটি ছিল।
৯ ঘণ্টা আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন পায়ুপথে বাতাস ঢোকানোর ঘটনায় অসুস্থ হওয়া কিশোর তানভীর (১৪)। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কামরাঙ্গীরচর কয়লারঘাট এলাকার একটি প্লাস্টিক কারখানায় এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগেদেশে বর্তমানে ৩০৭টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে, এর মধ্যে সক্রিয়ভাবে উৎপাদনে আছে প্রায় ২৫০টি কোম্পানি। বাপির প্রাথমিক জরিপে প্রাপ্ত তথ্যানুযায়ী, শুধু শীর্ষ ৪৫টি কোম্পানিরই প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে।
১০ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রচারিত ‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার’ শীর্ষক খবরকে ‘একেবারেই গুজব’ বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, কাতারের শ্রমবাজার যথারীতি চালু আছে এবং এ ধরনের মিথ্যা তথ্য মহলবিশেষের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।
১০ ঘণ্টা আগে