স্ট্রিম সংবাদদাতা

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

অস্ত্র মামলায় অভিযুক্ত একজন দাগি আসামির এভাবে আইনি ফাঁকফোকর গলে বেরিয়ে আসা এবং পুনরায় অন্যের জীবন বিপন্ন করার ঘটনাটি দেশের বিচারিক অঙ্গনে নতুন করে ‘জামিন বিতর্ক’ উসকে দিয়েছে। বিচারিক আদালতের বিবেচনা ও প্রভাবশালীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
৫ ঘণ্টা আগে
অবশেষে শুরু হয়েছে হাতিরঝিলের সংস্কার কাজ। দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা দেখা দেয় হাতিরঝিলে। ছোট বড় খানাখন্দ ছিল রাস্তায়। দুর্গন্ধ তৈরি হয়েছিল জলাশয়ে। ছিল না ডাস্টবিন।
৮ ঘণ্টা আগে
উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের বিষয়গুলোকে কেন্দ্রস্থলে রেখে সমন্বিত ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
৯ ঘণ্টা আগে
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ জন নেতাকর্মী এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় ৩৭৭ জন আসামি।
১০ ঘণ্টা আগে