.png)


স্ট্রিম সংবাদদাতা

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’

এহসানউল্লাহ নামে পুলিশের এক উপমহাপরিদর্শককে (ডিআইজি) গত বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তাঁর কর্মস্থল বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না। ওই ডিআইজি ‘পালিয়ে গেছেন’ বলে গুঞ্জন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে যাওয়ার খবরে তিনি ওই এলাকা ত্যাগ করেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
তবে পরদিন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠান এহসানউল্লাহ। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে বলে সূত্র জানায়।
বিসিএস ২০ ব্যাচের ওই কর্মকর্তা পুলিশ একাডেমির অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস শাখার দায়িত্বে ছিলেন।
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, ‘বুধবার সকাল থেকে তিনি (এহসানউল্লাহ) কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে একটি ছুটির আবেদন পাঠিয়েছেন। তবে সেটি গৃহীত হয়নি।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বুধবার ঢাকায় থাকা একটি দল তাঁকে গ্রেপ্তারের উদ্দেশ্যে একাডেমিতে গিয়েছিল। বিষয়টি জানতে পেরে এহসানউল্লাহ মোটরসাইকেল নিয়ে একাডেমি এলাকা ত্যাগ করেন।
ডিআইজি এহসানউল্লাহ হঠাৎ কেন ‘পালিয়েছেন’—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পুলিশ সুপার সাইফুল ইসলাম।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ‘আমিও শুনেছি যে, তিনি (এহসানউল্লাহ) দুদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আটক অভিযানে আসার বিষয়টি আমার জানা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা আছে। তারা নিজেদের মতো করে কাজ করে থাকেন।’
.png)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে।
৪ ঘণ্টা আগে
লিবিয়ায় আটকে পড়া আরও ৩১০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টায় মানবপাচারকারীদের খপ্পরে পড়ে তাঁরা লিবিয়ায় অবস্থান করছিলেন। আজ শুক্রবার (৩১ অক্টোবর) সকালে একটি চার্টার্ড ফ্লাইটে করে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনা হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অভ্যন্তরে কোনো অবৈধ সশস্ত্র গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
৪ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়া থেকে ‘বিতর্কিত’ অভিনেতা এ আর মন্টুর ছেলেসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। আজ শুক্রবার (৩১ অক্টোবর) তাঁদের কারাগারে পাঠায় আদালত।
৪ ঘণ্টা আগে