leadT1ad

রাকসুর ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী তাসিন খান

রাকসু প্রতিষ্ঠার ৬৩ বছরের ইতিহাসে কোনো নারী সহসভাপতি (ভিপি) নির্বাচিত হওয়া তো দূরের কথা, এই পদে প্রার্থীই হননি। এতে প্রথমবারের মতো নারী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসিন খান।

স্ট্রিম সংবাদদাতারাজশাহী
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১৮: ২৬
তাসিন খান । ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে ৬৩ বছর। ১৯৬২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নির্বাচন হয়েছে ১৪ বার। এর মধ্যে কোনো নারী ভিপি নির্বাচিত হওয়া তো দূরের কথা, এই পদে প্রার্থীই হননি। দীর্ঘ ৩৫ বছরের বিরতির পর এবার রাকসু নির্বাচন হতে হচ্ছে। এতে নারী হিসেবে প্রথমবারের মতো সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন কেবল তাসিন খান।

গত বছর বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাসিন ছিলেন অগ্রণী। জীবনের ঝুঁকি নিয়ে স্লোগানে-প্রতিরোধে মাঠে ছিলেন তিনি। সেই অনুপ্রেরণায় এবার প্রার্থী হয়েছেন ছাত্র সংসদ নির্বাচনের শীর্ষ পদে।

‘আমরা যখন জুলাই আন্দোলনে অংশ নিলাম, বিশেষ করে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে নাম লিখালাম, তখনই ভাবছিলাম, হয়তো আর স্বাভাবিক জীবন ফিরে পাব না। হয় রাজপথে মারা যাব, নয় বাকিটা জীবন কারাগারে কাটাতে হবে। সেই সময় মৃত্যুকে খুব কাছে থেকে দেখলাম। তারপর স্বাভাবিক জীবন পেলাম। এখন আবার রাকসু নির্বাচনের ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছি। তাই ভাবলাম, এখানে ভিপি প্রার্থী হওয়াই উচিত।’

এভাবেই নিজের প্রার্থিতা হওয়ার কথা বলছিলেন তাসিন খান। রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথমবারের ভিপি পদে দাঁড়ানো কোনো নারী শিক্ষার্থী তিনি। এরই মধ্যে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বেশ সাড়াও পাচ্ছেন ঘনিষ্ঠদের। তবে ভোটের পরিবেশ নিয়ে প্রশাসন ও নির্বাচন কমিশনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তাসিন খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাড়ি রাজশাহীতেই। নানা সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেছেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও ছিলেন সামনের সারিতে। আন্দোলন চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্দোলনের মাঠে মৃত্যুর ভয়কে জয় করার সাহসই তাঁকে প্রার্থী হওয়ার প্রেরণা দিয়েছে।

রাকসু নির্বাচন হলে যে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত আগেই ছিল তাসিনের। তবে কোন পদে লড়বেন, তা ঠিক ছিল না। তিনি বললেন, ‘রাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত আগেই ছিল, কিন্তু পদ ঠিক ছিল না। যখন ঘনিষ্ঠদের সঙ্গে আলাপ-আলোচনা করলাম, তখন সিদ্ধান্ত হলো ভিপি পদে দাঁড়াতে পারি।’

ভোটার-শিক্ষার্থীদের মধ্যে বেশ সাড়া পাচ্ছেন তাসিন। এক সময় যাঁদের সঙ্গে বিভিন্ন সংগঠনে কাজ করেছেন, রাজপথে স্লোগান দিয়েছেন, তাঁদেরই পাচ্ছেন আশপাশে। তাসিন বললেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সাড়া বুঝতে পারব প্রচার শুরু হওয়ার পর, ইশতেহার দেওয়ার পর। এখন আমার সাধ্য অনুযায়ী একটা গ্রহণযোগ্য ইশতেহার নিয়ে কাজ চলছে।’

নির্বাচন নিয়ে কিছুটা ভয়ও আছে তাসিনের। সাইবার বুলিং সেল গঠনের কথা ছিল, কিন্তু এখনও তার কার্যক্রম শুরু হয়নি। তিনি বলেন, ‘মতাদর্শিক দ্বন্দ্ব আছে, এমন বেশ কয়েকটা সংগঠন সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে। এই জায়গায় একটা অপ্রীতিকর অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। শুধু প্রার্থী হিসেবে নয়, ভোটার হিসেবেও অনিশ্চয়তায় ভুগছি। প্রশাসন এখনও সেভাবে তৎপর নয়।’

রাকসুর প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে ২৪ থেকে ২৮ আগস্ট পর্যন্ত। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করবেন ১ থেকে ৪ সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে ২৫ সেপ্টেম্বর। বহুল প্রতীক্ষিত এ ভোটে এখনই প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

Ad 300x250

আহত বুয়েট শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টার প্রতিনিধিদল

ঘোষিত সময়েই নির্বাচন হবে: মির্জা ফখরুল

পশ্চিম বাংলার লোকেরা পূর্ব বাংলার মানুষের চেয়ে বেশি হিসাবি, কারণ এখানকার ভূমি সব সময় উর্বর ছিল না

অন্তর্বর্তী সরকারের রোড ম্যাপ সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা: ডা. আবদুল্লাহ তাহের

গুমের সুষ্ঠু বিচার সম্পন্ন হবে কি না, তা নিয়ে আমরা সন্দিহান: মাইকেল চাকমা

সম্পর্কিত