leadT1ad

স্বাভাবিক হলো শাহজালালে বিমান চলাচল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২১: ৪৭
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আসায় প্রায় ৭ ঘণ্টা পর বিমান চলাচাল স্বাভাবিক হয়েছে।

আজ শনিবার (১৮ অক্টোবর) রাতে রাগিব সামাদ সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি জানান, আজ রাত ৯টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে, ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা খাইরুল ইসলাম রনি জানিয়েছেন, আজ রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে, আজ দুপুর সোয়া ২টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুরো বিমানবন্দর এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে বিকেল থেকে শাহজালাল বিমানবন্দর থেকে বিমান ওঠানামা স্থগিত করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ওই সময় বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, কার্গো ভিলেজে আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালুর নির্দেশনা দেওয়া হবে। এখন পর্যন্ত কতটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে হিসাব করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Ad 300x250

সম্পর্কিত