leadT1ad

বৈষম্যবিরোধী আন্দোলনের ১৭৬০ মামলার ৫৫টিতে চার্জশিট, ১৩৬জনকে অব্যাহতি

স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৩০
পুলিশ প্রতিবেদনের ভিত্তিত ১৩৬জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ১৭৬০ মামলার মধ্যে মাত্র ৫৫টিতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ। বাকি সব মামলাই তদন্তাধীন। এছাড়া, পুলিশ প্রতিবেদনের ভিত্তিত ১৩৬জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে হল অব ইন্টিগ্রিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মোট ১৭৬০টি মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা। অন্যান্য অপরাধের বিভিন্ন ধারায় মামলা আছে ৯৭৪টি। আর অভিযোগপত্র দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলা। হত্যা মামলাগুলোয় ১৯৪১ জনকে অভিযুক্ত করে পুলিশ অভিযোগপত্র দিয়েছে। অন্যান্য ৩৭টি মামলায় ২ হাজার ১৮৫ জন আসামির বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান।

সংবাদ সম্মেলনে বাহারুল আলম জানান, ফৌজদারী কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে ১৩৬ জনকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। আরও ২৩৬ জন আসামির আবেদন বিবেচনাধীন রয়েছে। পুলিশের কাছে তাদেরও নিদোর্ষ মনে হয়েছে।

আগামী নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে বলতে গিয়ে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, নির্বাচনে ফ্যাসিস্ট শক্তি মোকাবিলাই এখন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। পরাজিত ফ্যাসিস্ট আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তাদের নেতাকর্মী ও সাপোর্টাররাও আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

নির্বাচনের ক্ষেত্রে কোন পক্ষকে চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে জানতে চাইলে আইজিপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশ থানা ছেড়ে চলে গিয়েছিল। সেখান থেকে এক বছরে বর্তমান অবস্থায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জ। কিন্তু আমরা চাচ্ছি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জন করতে। আমাদের বিশ্বাস পারব। আমি তো কোনো শক্তির কথা নির্দিষ্ট করে বলতে পারব না।

তিনি আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজায় এখন পর্যন্ত ছোট-বড় মিলিয়ে ৪৯টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজন মেজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’

আইজিপি বলেন, ‘পূজা নিয়ে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩১ হাজার ৬০৬টি মণ্ডপ রয়েছে। সেখানে দুই-একটি ঘটনা ছাড়া তেমন কিছু হয়নি। শান্তিপূর্ণ ভাবেই পূজা উদযাপন হচ্ছে। তবে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে আইজিপি বলেন, ‘চট্টগ্রামে জামায়াত কর্মী সেজে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি জামায়াত কর্মী নন। এছাড়াও পূজা মণ্ডপের গেটের কাপড় ছিড়ে ফেলা, হাত দিয়ে প্রতিমা ভাঙা, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদককে মারধর, সিলেট কোম্পানীগঞ্জ পূজামণ্ডপে পুলিশ ও আনসারের ওপর অতর্কিত হামলাসহ বেশকিছু ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত আমরা সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বিষয়ে তিনি বলেন, ‘অনেক সময় সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের গুজব তৈরি হয়। যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়। অনেক সময় পুরোনো ভিডিও কিংবা পুরোনো কোনো ঘটনা যেখানে প্রতিমা ভাঙচুর করা হয়েছে সেগুলো আবার নতুন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এসব অপ্রীতিকর বিষয়েও আমরা ও আমাদের সাইবার ইউনিট চেষ্টা করছে যাচ্ছে ঘটনাগুলো তুলনা করে সবাইকে জানানো যে এটা একটি পুরোনো ঘটনা, যাতে সকলে শান্ত থাকে।’

পুলিশ বাহিনীর ভেতর থেকে কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের অভ্যন্তরীণ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমাদের আলাদা একটি টিম আছে। পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও) টিম। এই টিমের সদস্যরা যে কোনো মাধ্যমে খবর পেলেই ঘটনাস্থলে ছুটে যান, তাদের বিষয়ে বিস্তারিত শোনেন। তারপর আমাদের কাছে সেই রিপোর্ট আসে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও সরদার নূরুল আমিন।

খাগড়াছড়ির ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে আইজিপি বলেন, ‘পাহাড়ের ঘটনাটি ধর্ষণের ঘটনা দিয়ে শুরু। এক্ষেত্রে স্পেসিফিক যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে আমরা এক ঘণ্টার মধ্যে ধরেছি। এর বাইরে আরও দুজন আছে, যাদের শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’

তিনি আক্ষেপ করে বলেন, ‘আমরা তো সব করছি। ঘটনা ঘটেছে, মামলা হয়েছে। অ্যারেস্ট করেছি, তারপরও এতো কিছু কীসের জন্য হচ্ছে? কেন এটাকে নিয়ে এত বড় ইস্যু বানানো হচ্ছে? কারা করছে আমাদের বোধগম্য নয়।’

Ad 300x250

সম্পর্কিত