জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
আজ শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে ৪টায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এ রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। তিনি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত সবার সহযোগিতা কামনা করেন।
ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) পরিচালনা করছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে গত ১৮ নভেম্বর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ছাড়া ২১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (শুক্রবার, শনিবার ও সরকারি ছুটি ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে মোট ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ) ভর্তি পরীক্ষা নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছয় ইউনিটের মধ্যে রয়েছে- ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, আইআইটি), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ), ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘সি১’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)।