leadT1ad

নিখোঁজের ৫৭ ঘণ্টা পর সুনামগঞ্জ জমিয়ত নেতার মরদেহ মিলল নদীতে

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি।

স্ট্রিম সংবাদদাতাসুনামগঞ্জ
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৪
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। সংগৃহীত ছবি

নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার দিরাই উপজেলার শরিফপুর ইটবাট্টা এলাকায় পুরাতন সুরমা নদীতে ভাসমান অবস্থায় একজনের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

মুশতাক আহমদের মরদেহ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন জেলা জমিয়তের নেতা সুনামগঞ্জ -৩ আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী হাম্মাদ আহমদ গাজীনগরী।

নিখোঁজের ৫৭ ঘণ্টা পর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্ট্রিম ছবি
নিখোঁজের ৫৭ ঘণ্টা পর মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। স্ট্রিম ছবি

মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। মাওলানা মুশতাক মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর দিন বুধবার শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর স্ত্রী রুবি বেগম।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেন। ইউএনও বলেন, ‘আমি তাঁর (মুশতাক আহমদ) পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এটি মাওলানা মুশতাক আহমদ এর মরদেহ।’

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ করেছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। তিনি বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Ad 300x250

হেফাজতের হুঁশিয়ারি: সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ না হলে আন্দোলন

রূপপুর প্রকল্পে কেনাকাটায় অনিয়ম: শাস্তি পেলেন দুই প্রকৌশলী

দুই বছরে তৃতীয় প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড

ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ‘শিক্ষার্থী সংসদ’ গ্রুপের অ্যাডমিনকে তলব

ট্রাভেল ডকুমেন্ট কী, তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে আলোচনা কেন

সম্পর্কিত