leadT1ad

৭১ শতাংশ তরুণের মতে দৈনন্দিন জীবনে বাড়ছে মব জাস্টিসের প্রভাব

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ২০: ৩৩
স্ট্রিম গ্রাফিক

বাংলাদেশের ৭১ শতাংশের বেশি তরুণ মনে করছেন ‘মব জাস্টিস’ বা গণপিটুনির ঘটনা দিনে দিনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে।

সম্প্রতি সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) পরিচালিত দেশব্যাপী এক জরিপে উঠে এসেছে এই পরিসংখ্যান।

‘ইয়ুথ ইন ট্রানজিশন: ন্যাভিগেটিং জবস, এডুকেশন অ্যান্ড চেইঞ্জিং পলিটিক্যাল সিনারিও পোস্ট জুলাই মুভমেন্ট’ শিরোনামের এই জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৭১.৫ শতাংশ জানিয়েছেন যে, গণপিটুনি এখন একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠছে। অন্যদিকে অংশগ্রহণকারীদের মধ্যে ১৫.১ শতাংশ এ ব্যাপারে ছিলেন নিরপেক্ষ বা কোনো মতামত দেননি। ১৩.৪ শতাংশ দ্বিমত পোষণ করেছেন।

সানেমের জরিপে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২,০০০ তরুণ-তরুণীর উত্তর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আরও গভীর ধারণা পেতে ১৭টি বিস্তারিত কেস স্টাডি যুক্ত করা হয়েছে।

জরিপে অংশগ্রহণকারীদের আরও জিজ্ঞাসা করা হয়েছিল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যা কীভাবে তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।

অগ্নিসংযোগ, ডাকাতি এবং চুরি নিয়ে করা প্রশ্নে দেখা গেছে, ৮০.২ শতাংশ উত্তরদাতা এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে ১২.১ শতাংশ ছিলেন নিরপেক্ষ আর ৭.৭ শতাংশ একমত হননি।

অংশগ্রহণকারীদের মধ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা নিয়ে উত্তরগুলোতে কিছুটা বিভক্তি ছিল। ৩৪.৫ শতাংশ অংশগ্রহণকারী একমত হয়েছেন যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর সহিংসতা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। ২৫.৭ শতাংশ অংশগ্রহণকারী নিরপেক্ষ ছিলেন আর ৩৯.৯ শতাংশ একমত হননি।

এদিকে ৪৪.২ শতাংশ উত্তরদাতা একমত হয়েছেন যে নারীবাদী বা উদারনৈতিক মতাদর্শের প্রতি সামাজিক প্রতিক্রিয়া বা আক্রমণ দিন দিন বড় সমস্যা হয়ে উঠছে। এ বিষয়ে ৩৫.২ শতাংশ অংশগ্রহণকারী নিরপেক্ষ ছিলেন।

পাবলিক পরীক্ষার সময়সূচি নিয়ে অনিয়ম বা ইচ্ছাকৃত বিলম্বের ব্যাপারে ৩৭.৪ শতাংশ অংশগ্রহণকারী একমত হয়েছেন যে, বিষয়টি সমস্যাজনক হয়ে দাঁড়িয়েছে। ৪৫.৫ শতাংশ অংশগ্রহণকারী নিরপেক্ষ ছিলেন।

রাজনৈতিক সংঘর্ষ আর ক্যাম্পাসে সহিংসতা নিয়ে ৪৬.৭ শতাংশ উত্তরদাতা উদ্বেগ প্রকাশ করেছেন। আর ৫৬.২ শতাংশ একমত হয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার এবং আইনি প্রক্রিয়া এখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ক্রমেই প্রভাবিত করছে।

জেন্ডার বেইজড ভায়োলেন্স বা লিঙ্গভিত্তিক সহিংসতার ক্ষেত্রে ৫৩.৬ শতাংশ অংশগ্রহণকারী মনে করছেন এটি তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে। ২৮.২ শতাংশ অংশগ্রহণকারী এ বিষয়েও নিরপেক্ষ ছিলেন আর ১৮.৩ শতাংশ এ ব্যাপারে একমত নন।

Ad 300x250

সম্পর্কিত