leadT1ad

পাথর লুটের তদন্ত প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত হবে: মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি

সিলেট সার্কিট হাউসে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির গণশুনানি হয়। এর আগে মঙ্গলবার জেলার ভোলাগঞ্জে অবস্থিত পর্যটনকেন্দ্রে সাদা পাথর এলাকা পরিদর্শন করে এই কমিটি।

স্ট্রিম সংবাদদাতাসিলেট
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯: ৩৪
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২০: ১৯
সিলেটে অনুষ্ঠিত গণশুনানিতে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠন। স্ট্রিম ছবি

সাদা পাথর লুটপাটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। সিলেটে অনুষ্ঠিত এক গণশুনানিতে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তদন্ত কমিটির আহ্বায়ক এই কর্মকর্তা বলেন, ‘আমাদের তদন্ত চলমান রয়েছে। সেটি শেষ হলে আমরা যখন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করব। সেটি কিন্তু ওপেন ফর অল হবে। তখন (পাথর লুটে বিষয়) জানতে পারবেন।’

সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকায় অবৈধভাবে বালু-পাথর লুটপাটের ঘটনায় বুধবার (২৭ জুলাই) সকালে এক গণশুনানি হয়। সিলেট সার্কিট হাউসে এর আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। এর আগে মঙ্গলবার এই কমিটি জেলার ভোলাগঞ্জে অবস্থিত পর্যটনকেন্দ্রে সাদা পাথর এলাকা পরিদর্শন করে।

গণশুনানিতে সভাপতিত্ব করেন তদন্ত কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন। এ ছাড়া বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি ও প্রেসক্লাব নেতারা।

মন্ত্রিপরিষদ সচিব জাহেদা পারভীন বলেন, ‘সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কিনা, সেটি নিরূপণ করা এবং এই ঘটনা পুনরাবৃত্তি রোধে সুপারিশসহ আমরা রিপোর্ট দাখিল করব। আমাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। … গতকাল (মঙ্গলবার) আমরা সেই স্পটে গিয়েছি, অনেক ধরনের জনগণের সাথে কথা বলেছি। আজ (বুধবার) জেলা পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যক্তির সাথে আমরা আলাদা আলাদা কথা বলেছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ‘বাংলা ভাষায় অনেক শব্দ পাওয়া যায়। আপনি লুট এবং হরিলুট বলেছেন, আমি কোনোটারই কথা বলব না। আমি যখন রিপোর্ট করব, খুব কেয়ারফুলি শব্দ চয়ন করব। কারো প্রেসক্রিপশন অনুযায়ী আমি শব্দ চয়ন করব না।’

গণশুনানিতে অংশ নেওয়া এক পরিবেশকর্মী আব্দুল করিম কিম বলেন, ‘আমাদের প্রথমে জানানো হয় মতবিনিময় হবে। পরে দেখা যায় একেকজনের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। এটা আগে জানালে তো আরো ভালো হতো। তথ্য-প্রমাণাদিসহ আমরা উপস্থিত থাকতে পারতাম।’

শুনানিতে পরিবেশবাদী সংগঠনগুলো একাধিক সুপারিশ তুলে ধরে। এর মধ্যে রয়েছে, অবৈধভাবে পাথর উত্তোলনের পরিবেশগত প্রভাব যাচাই, সব পক্ষকে নিয়ে বিশেষায়িত মনিটরিং কমিটি গঠন এবং পাথরলুটে জড়িত প্রভাবশালীদের আইনের আওতায় আনা।

গণশুনানিতে পাথর লুটপাটের ব্যাপারে প্রশাসনের নিষ্ক্রিয়তা, দায় এড়াতে বিভিন্ন মহলের একে-অপরকে দোষারোপ ও দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিষয় বারবার উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সব তথ্য ও বক্তব্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন দ্রুত সময়ের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হবে।

Ad 300x250

তৌহিদ আফ্রিদিকে কি বাঁচাতে পারবে আর এস ফাহিম

জাকসু নির্বাচন: শীর্ষ নেতারা তাঁদের অনুগত প্রার্থী চান, প্যানেল দিতে পারেনি ছাত্রদল

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

জাকসুতে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ শিক্ষার্থী

রাকসু নির্বাচনের ঘোষিত তারিখ বহাল চেয়ে শিক্ষার্থীদের আলটিমেটাম

সম্পর্কিত