ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সতর্কবার্তা
স্ট্রিম ডেস্ক
অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, পর্যটন বিশ্বজুড়ে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নেও এই শিল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩৯ মিনিট আগেএ ঘটনায় মাহবুবুল আলম তারেক তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
১ ঘণ্টা আগেসম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুজন লোক একজন বয়স্ক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে এবং জোরপূর্বক তাঁর চুল ও দাড়ি কেটে দিচ্ছে। সেই ঘটনাসহ প্রকাশ্যে জোর করে বিভিন্ন ব্যক্তির চুল কেটে দেওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের সংস্কৃতিকর্মীরা।
১ ঘণ্টা আগেট্রাফিক্সের উদ্যোগটি একেবারে আধুনিক এবং প্রযুক্তিনির্ভর। সংস্থাটি গুলশান-১ সিগন্যালে ১০টি ক্যামেরা স্থাপন করেছে, যা সিগন্যালের অমান্যকারী যানবাহন এবং পথচারীদের ছবি এবং ভিডিও ধারণ করে।
২ ঘণ্টা আগে