.png)
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সতর্কবার্তা

স্ট্রিম ডেস্ক

অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

অনাবাসী বাংলাদেশিদের অবশ্যই বাংলাদেশ থেকে হজে যেতে হবে। বিদেশে বসবাসরত কোনো বাংলাদেশির জন্য বাংলাদেশি হজযাত্রী হিসেবে সরাসরি অন্য দেশ থেকে সৌদি আরবে যাওয়ার কোনো সুযোগ নেই।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের জারি করা ‘অত্যাবশ্যকীয় নির্দেশনার’ ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, একটি নির্দিষ্ট দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো দেশ থেকে সৌদি আরবে ভ্রমণ করা নিষিদ্ধ।
মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজের জন্য নিবন্ধন করিয়ে সরাসরি তাঁদের বর্তমান আবাসস্থল থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে। এটি সৌদি সরকারের নীতির পরিপন্থী এবং এর ফলে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে।
এসব সমস্যার কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল তথ্য (যেমন ফ্লাইট বিবরণী) সৌদি আরবের ‘নুসুক মাসার’ সিস্টেমে দেওয়া সম্ভব হয় না। পাশাপাশি, তাঁদের স্বাস্থ্য পরীক্ষা, মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান এবং ই-হজ সিস্টেমের মাধ্যমে স্বাস্থ্যসনদ দেওয়াও সম্ভব হয় না। এ ছাড়া তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া যায় না এবং বিমানে আসন খালি থাকাসহ সার্বিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি হয়।
সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের অবশ্যই বাংলাদেশ থেকে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করার জন্য হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে মন্ত্রণালয়। এই নিয়মের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায়ভার বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
.png)

ঢাকার আশুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এঘটনায় পরিবহন শ্রমিকসহ এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
১৬ মিনিট আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে সিন্ডিকেট করে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি অর্থ আদায় করার মাধ্যমে ৩১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচ ব্যক্তির বিরুদ্ধে পৃথক চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরকে ‘ভিত্তিহীন’ বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, এই খবর বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নেই এবং কোনো সংবেদনশীল মানুষ এটা বিশ্বাস করবে না।
১০ ঘণ্টা আগে
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাবেন।
১০ ঘণ্টা আগে